অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা। Honors 1st, 2nd, 3rd and 4th Year Political Science Department Books List

জাতীয় বিশ্বাবিদ্যালয়ে অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে যারা রাষ্টবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছো, কিন্তু তোমরা তোমাদের বিভাগের বইয়ের নামের তালিকা জানতে পারো নি, তাদের জন্যে আমাদের আজকের এই আর্টিকেলটি। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনার্স রাষ্টবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নামগুলা। তো চলুন জেনে নেওয়া যাক।

{getToc} $title={Table of Contents}

অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষের  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা


আপনি যদি অনার্স রাষ্টবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে। রাষ্টবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা। Honors First, Second, Third and Fourth Years Political Science Department Books List

নিচে রাষ্টবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের সকল বইয়ের তালিকা বিষয় কোডসহ দেওয়া হলো।

অনার্স প্রথম বর্ষের বিষয়

বিষয় বিষয় কোড
১. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২১১০০১
২. রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন ২১১৯০১
৩. পশ্চিমা রাজনৈতিক চিন্তাধারা২১১৯০৩
৪. প্রধান বিদেশী সরকার: যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স২১১৯০৫
৫. জনপ্রশাসনের ভূমিকা২১১৯০৭
৬. সমাজবিজ্ঞান পরিচিতি (ঐছিক) ২১২০০৯
৭. সমাজকর্মের ভূমিকা (ঐছিক) ২১২১১১
৮. অর্থনীতির মূলনীতি (ঐছিক) ২১২২০৯

Honours 1st year Books

Subject Subject Code
1. History of the Emergence of Independent Bangladesh211501
2. Political Institutions and Organizations211901
3. Western Political Thought211903
4. Major Foreign Governments: UK, USA & France211905
5. Introduction to Public Administration211907
6. Introducing Sociology (Optional) 212009
7. Introduction to Social Work (Optional) 212111
8. Principles of Economics (Optional) 212209


নিচে রাষ্টবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সকল বইয়ের তালিকা বিষয় কোডসহ দেওয়া হলো।

অনার্স দ্বিতীয় বর্ষের বিষয়

বিষয় বিষয় কোড
১. ইংরেজি (বাধ্যতামূলক) ২২১১০৯
২. ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন ২২১৯০১
৩. বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি ২২১৯০৩
৪. রাজনীতি ও উন্নয়নে নারী ২২১৯০৫
৫. প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা২২১৯০৭
৬. বাংলাদেশের সমাজবিজ্ঞান (ঐছিক) ২২২০০৯
৭. বাংলাদেশ সমাজ ও সংস্কৃতি (ঐছিক) ২২২১১৫
৮. বাংলাদেশের অর্থনীতি (ঐছিক) ২২২২০৯

Honours 2nd year Books

Subject Subject Code
1. English (Compulsory) 221109
2. Political and Constitutional Development in British India221901
3. Political Economy of Bangladesh 221903
4. Women in Politics and Development 221905
5. Oriental Political Thought 221907
6. Sociology of Bangladesh (Optional) 222009
7. Bangladesh Society and Culture (Optional) 222115
8. Bangladesh Economy (Optional) 222209



নিচে রাষ্টবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সকল বইয়ের তালিকা বিষয় কোডসহ দেওয়া হলো।

অনার্স তৃতীয় বর্ষের বিষয়

বিষয় বিষয় কোড
১. বাংলাদেশে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন ২৩১৯০১
২. আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি ২৩১৯০৩
৩. দক্ষিণ এশিয়ায় সরকার ও রাজনীতি: ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা২৩১৯০৫
৪. রাজনীতির অধ্যয়নের দৃষ্টিভঙ্গি২৩১৯০৭
৫. শান্তি এবং সংঘাত অধ্যয়নের ভূমিকা২৩১৯০৯
৬. বাংলাদেশে লোকপ্রশাসন ২৩১৯১১
৭. গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান ২৩১৯১৩
৮. রাজনৈতিক সমাজবিজ্ঞান ২৩১৯১৫

Honours 3rd year Books

Subject Subject Code
1. Political and Constitutional Development in Bangladesh 231901
2. Fundamentals of International Politics231903
3. Government and Politics in South Asia: India, Pakistan, Nepal and Srilanka231905
4. Approaches to the Study of Politics231907
5. Introduction to Peace and Conflict Studies231909
6. Public Administration in Bangladesh 231911
7. Research Methodology and Statistics 231913
8. Political Sociology 231915



নিচে রাষ্টবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের সকল বইয়ের তালিকা বিষয় কোডসহ দেওয়া হলো।

অনার্স চতুর্থ বর্ষের বিষয়

বিষয় বিষয় কোড
১. রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা২৪১৯০১
২. বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ২৪১৯০৩
৩. সরকারি নীতি পরিচিতি২৪১৯০৫
৪. পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতিঃ চীন,জাপান,দক্ষিণ,কোরিয়া২৪১৯০৭
৫. পরিবেশ ও উন্নয়ন২৪১৯০৯
৬. বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক ২৪১৯১১
৭. বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ২৪১৯১৩
৮. বিশ্বায়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ ২৪১৯১৫
৯. আধুনিক রাজনৈতিক চিন্তাধারা ২৪১৯১৭
১০. ভাইভা ২৪১৯১৮

Honours 4th year Books

Subject Subject Code
1. Political Theories: Changes and Continuities241901
2. Local Government and Rural Development in Bangladesh241903
3. Introduction to Public Policy241905
4. Government and Politics in East Asia: China, Japan and South Korea241907
5. Environment and Development241909
6. Foreign Relations of Bangladesh 241911
7. Legislative Process in Bangladesh 241913
8. Globalization, Regionalism and International Financial Institutions 241915
9. Modern Political Thought241917
10. Viva-voce241918


আশা করি আজকের এই ছোট্ট আর্টিকেলটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। নিজে জানার পাশাপাশি বন্ধুদেরও জানাতে এখনি আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথে থাকুন। 

নিয়মিত সকল আপডেট ও বিভিন্ন নোট, গাইড সাজেশন পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, ফেইসবুক পেইজে ফলো করতে লিংকে ক্লিক করুন। 

ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form