মোবাইল নাম্বার ছাড়াই যত খুশি তত জিমেল অ্যাকাউন্ট তৈরি করুন।

জিমেল অ্যাকাউন্ট খুলতে হলে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়। অ্যাকাউন্ট খোলার সময় নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার কিংবা যাকে সব সময় কাছে পাওয়া যায় এমন ঘনিষ্ঠ কারো নাম্বার দিতে হয়। যে নাম্বারই দেয়া হোক না কেন, তাতে একটি অ্যাক্টিভেশন কোড আসে যা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হয়।


কিন্তু এমন অনেকেই আছেন যারা জিমেলে মোবাইল নাম্বার ব্যবহার করতে চান না। কিংবা, মোবাইল নাম্বার একটাই থাকার কারণে একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলতে গিয়ে ঝামেলায় পড়েন, ভেরিফাই করতে পারেন না। অথচ, নানা কাজে তাদের আনলিমিটেড জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়।


উদাহরণ স্বরূপ, যারা অনলাইনে বিভিন্ন ধরণের কাজ করেন, তাদের অনেক জিমেল আইডি লাগে। বিশেষ করে, যারা সিপিএ মার্কেটিং করেন, তাদের একাধিক, কখনো কখনো অসংখ্য আইডির প্রয়োজন হয়।


যাদের আনলিমিটেড জিমেল আইডি দরকার, তাদের জন্যেই আজকের টেক পোস্ট যা থেকে জানতে পারবেন যে, মোবাইল নাম্বার ছাড়াই কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলা যায়।



মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট

আজ আমরা নাম্বার দিয়ে ভেরিফিকেশন কিংবা অ্যাক্টিভেশন করা ছাড়াই একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলার ৩টি কার্যকরী পদ্ধতি জানাবো। সবগুলো পদ্ধতিই চেক করে দেখার জন্যে আমার বিশেষ অনুরোধ থাকলো।


পদ্ধতি-১


মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করুন। আপনার কম্পিউটার বা স্মার্টফোনে যদি মজিলা ফায়ারফক্স ডাউনলোড করা না থাকে, তবে এখনই করে নিন। আর ডাউনলোড করা থাকলে তো নতুন করে করার প্রয়োজন নেই। যাইহোক, মজিলা ফায়ারফক্স ব্যবহার করে জিমেল অ্যাকাউন্ট খুলতে নিচের স্টেপগুলো ফলো করুন।


ডানপাশের একদম উপরের কর্নারে থাকা ফায়ারফক্স মেন্যতে ক্লিক করুন। সেখান থেকে New Private Window-তে ক্লিক করুন। এটি নতুন একটি ওয়েব পেজ শো করবে। এই পেজে gmail.com লিখে এন্টার চাপুন। জিমেল অ্যাকাউন্ট খোলার পেজ ওপেন হবে। এই পেজে থাকা Create a New Account লেখাটিতে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিন।


পদ্ধতি-২


গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।


কাস্টোমাইজ ও কন্ট্রোল প্যানেলে যান, ডানপাশের উপরের কর্ণারে থাকা তিনটি ফোটার উপর ক্লিক করুন। অনেকে এটাকে সেটিংস্ পেজ বলে থাকেন। যাইহোক, এখানে ক্লিক করলে New Tab, New Window, New Incognito Window সহ আরো অনেক অপশন দেখতে পাবেন। New Incognito Window-তে ক্লিক করে একটি প্রাইভেট উইন্ডো ওপেন করুন। নতুন যে ওয়েবপেজটি ওপেন হবে, সেটাতে gmail.com লিখে এন্টার চাপুন। এরপর, Create a New Account লেখাটিতে ক্লিক করে নেম, ইউজার নেম, পাসওয়ার্ডসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে নিন।


ফোন নাম্বারের ঘরটি খালি রেখে দিন। পরবর্তীতে Skip this verification আনচেক করে দিয়ে ফোন নাম্বার দেয়া থেকে বিরত থাকুন এবং তার বদলে ক্যাপচা পূরণ করার অপশনটি বেছে নিন। Next বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খোলাটা সম্পূর্ণ করুন।


উপরোক্ত দুই পদ্ধতিতে আপনি যত খুশি তত জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে আরো কিছু ব্যতিক্রমী পদ্ধতি রয়েছে যেগুলো আপনার কাজে লাগতে পারে। তাছাড়া, কারো কারো ক্ষেত্রে উপরোক্ত পদ্ধতি যদি কাজ না করে বা যদি লেংদি মনে হয়, তবে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।


নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট


উপরের পদ্ধতিগুলো দেখানো হলো নাম্বার ছাড়া সিঙ্গেল অ্যাকাউন্ট খোলার জন্যে। উপরোক্ত পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি একটার পর একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে, উপরোক্ত পদ্ধতিতে হয়তো কয়েকটা খোলার পর আঁটকে দিতে পারে। তাই, এখন আমি এমন একটা পদ্ধতি আলোচনা করবো যেটি দিয়ে আপনি অল্প সময়ে যত খুশি তত জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন।


যা যা লাগবে-


  1. একটা স্মার্টফোন
  2. নেট কানেকশন
  3. জিমেল অ্যাপ
  4. 2nd line অ্যাপ


প্রায় সব স্মার্টফোনেই ডিফল্টভাবে জিমেল অ্যাপটি থাকে। সুতরাং আপনার মেইনলি 2nd line অ্যাপটা দরকার। কাজেই, প্লে স্টোরে গিয়ে 2nd line লিখে সার্চ করে ইনস্টল করে নিন। 


ইনস্টল করা হয়ে গেলে 2nd line অ্যাপটি ওপেন করুন এবং অ্যাপটিতে যে কোনও একটি জিমেল আইডি দিয়ে সাইন আপ করুন। প্রয়োজনীয় সকল সেট-আপ সেরে নিন, যে সব তথ্য চাইবে, সেগুলো দিয়ে দিন। শুধু, লোকেশন চাইলে সেটি Skip করে যান।


সেটিংস্ শেষ হলে দেখবেন একটি ইনপুট বক্স আসবে যেখানে নাম্বার দিয়ে সার্চ করতে হয়। বক্সটিতে 315 লিখে সার্চ করুন এবং দেখুন অনেকগুলো নাম্বার এসেছে। আপনার পছন্দ মতো যে কোনও একটি নাম্বার সিলেক্ট করুন এবং Next বাটনে ক্লিক করুন। যে পেজ আসবে সেখান থেকে নাম্বারটি কপি করে রেখে দিন। এখন থেকে এটাই হবে আপনার জিমেল অ্যাকাউন্টের নাম্বার।


এবার আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে শুরু করুন। আর যখনই নাম্বার চাইবে, তখনই এই নাম্বারটি দিয়ে দিন আর দেখুন 2nd line অ্যাপে একটি অ্যাক্টিভেশন কোড এসেছে। কোডটি দিয়ে জিমেল আইডি অ্যাক্টিভেট করে নিন। আর এভাবে যত খুশি তত জিমেল অ্যাকাউন্ট তৈরি করুন।




নোট: যদি এ-রকম পদ্ধতিতে স্মার্টফোনে না খুলে কম্পিউটারে জিমেল আইডি খুলতে চান, তবে নিচের স্টেপগুলো ফলো করুন।


কম্পিউটারে Bluestacks অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।


ডাউনলোড ফোল্ডার থেকে .exe ফাইলটি ওপেন করুন এবং Install Now লেখাটির উপর ক্লিক করুন। ইনস্টল শুরু হয়ে যাবে আর যখন শেষ হবে, তখন Complete লেখাটি ভেসে উঠবে। কাজেই, এই লেখাটির উপর ক্লিক করে ইনস্টল কমপ্লিট করে নিন। এবার Bluestacks ওপেন করুন। প্রথমবার ওপেন করার সময় একটু বেশি সময় নিতে পারে। Bluestacks এর সেটিংস্ এ যান এবং Google এ ক্লিক করুন।


এখন নতুন জিমেল আইডি খোলার জন্যে Add a new google account এ ক্লিক করুন। ফার্স্ট নেম, লাস্ট নেমসহ যাবতীয় সব প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে নিন। একটা খোলা হয়ে গেলে পরেরটাতে যান অর্থাৎ আরেকটি খুলুন, যত ইচ্ছা তত আইডি খুলুন। এভাবে Bluestacks দিয়ে আপনি যত আইডিই খুলুন না কেন, কোনও নাম্বার লাগবে না।




আশা করি, আনলিমিটেড জিমেল আইডি খোলার উপরোক্ত উপায়গুলো আপনার ভাল লেগেছে এবং আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে শুরু করেছেন। এবার জেনে একসঙ্গে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট লগইন করার উপায় আর উপভোগ করুন জিমেলিং।


আশা করছি আজকের এই পোস্টটি অনেক উপকারি ছিল, আর আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আর আজকের এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই পোস্টটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করার চেষ্টা করবেন।

2 Comments

Previous Post Next Post

Contact Form