আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ আপনাদের সামনে আরও একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনারা পছন্দ করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার হয়েছে। গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০) তে উন্নীত করা হয়েছে। আপাতত ৩২০০০+ নিয়োগের কথা থাকলেও চূড়ান্ত নিয়োগে ৪০০০০+ হওয়া স্বাভাবিক বা সম্ভাবনা রয়েছে। কারণ ততদিনে শুন্যপদ বাড়বে। তাই এই বিশাল সু্যোগ হাতছাড়া না করে প্রস্তুতি নিন।
{getToc} $title={Table of Contents}
যোগ্যতা: পুরুষ মহিলা উভয়ই স্নাতক। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
শিক্ষক নিয়োগের প্রক্রিয়া জেনে নিন :
প্রাথমিকে দুই ধাপে পরীক্ষা হয়। MCQ Type লিখিত থাকে ৮০ মার্ক। ৮০ টি MCQ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন ১ মার্ক। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
দ্বিতীয় ধাপে ২০ মার্কের ভাইভা থাকবে। MCQ তে উত্তীর্ণরা ভাইভা দিবেন। মোট ১০০ থেকে মেধাতালিকা করা হবে সম্পূর্ণ উপজেলা ভিত্তিক।
এখন জেনে নিন মানবণ্টন :
পরীক্ষার মানবন্টন | |
বিষয় | নাম্বার |
---|---|
১. বাংলা | ২০ |
২. ইংরেজি | ২০ |
৩. গণিত | ২০ |
৪. সাধারণ জ্ঞান | ২০ |
কিভাবে প্রস্তুতি নিবেন:
ক. ইংরেজি
ইংরেজিতে ২০ নম্বরে ভালো করতে হলে এই টপিকগুলো অবশ্যই দেখবেন
A. Grammar
- 1. Parts of speech
- 2. Identity of parts of speech
- Three. Interchange elements of speech.
- 4. Word & clause
- Five. Gerund & participle
- 6. Variety & gender
- 7. Preposition
- 8. Right shape or verb
- 9. Voice & narration
- 10. Challenge-verb agreement
- 12. Conditional sentence
- 13. Synonym, antonym & spelling
B. Literature
Literature 2/1 টা আসতে পারে। আবার নাও আসতে পারে। সেরা প্রস্তুতির জন্য বিগত প্রাইমারি, বিসিএস ও নন ক্যাডারের প্রশ্ন পড়বেন। পাশাপাশি shakespeare, john milton, wordsworth সহ যাদের নাম এইচএসসির ইংরেজি বইয়ে আছে তাদের কয়েকটা বইয়ের নাম জেনে যাবেন।
খ. বাংলা
বাংলায় ভালো করতে হলে ব্যাকরণ বেশি পড়তে হবে।
সাহিত্য থেকে ৩-৪ টার বেশি আসে না।
i) ব্যাকরণ
- ১. সন্ধি
- ২. বানান
- ৩. সমার্থক ও বিপরীত শব্দ
- ৪. শব্দের প্রকারভেদ
- ৫. ধ্বনি, বর্ণ ও অক্ষর
- ৬. পরিভাষা
- ৭. উপসর্গ
- ৮. কারক ও বিভক্তি
- ৯. প্রত্যয় ও সমাস
- ১০. বাক্য সংকোচন ও বাগধারা
- ১১. পদ প্রকরণ
ii) বাংলা সাহিত্য
- ১. বিগত বিসিএস, নন ক্যাডার ও প্রাইমারির প্রশ্ন পড়বেন।
- ২. ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত বাংলা বইয়ের লেখক পরিচিত পড়বেন।
- ৩. চর্যাপদ
- ৪. রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- ৫. মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটা গল্প, উপন্যাস ও নাটক।
- ৬. সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি।
৩. গণিত
এই অংশে একটু বেশি শ্রম দিবেন। গণিতকে ৩ টা অংশে ভাগ করা যায়।
i) পাটিগণিত
এখান থেকে ১০-১৩ টা প্রশ্ন আসবে।
- ১. পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পাটিগণিত করবেন।
- ২. মুনাফা, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, মৌলিক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, বয়স, ভগ্নাংশ।
ii) বীজগণিত
এখান থেকে ৩-৪ টা আসবে।
- ১. বীজগাণিতিক রাশি, উৎপাদককে বিশ্লেষণ, এক চলক ও দ্বিচলকবিশিষ্ট সমীকরণ
- ২. সূচক, লগারিদম ও ধারা
- ৩. বিগত বছরের প্রাইমারি সব গণিত প্রাকটিস করবেন।
iii) জ্যামিতি
এখান থেকে ৩-৪ টা আসবে।
- ১. রেখা, কোণ ও ত্রিভুজ
- ২. পীথাগোরাসের উপপাদ্য
- ৩. বৃত্ত
- ৪. পরিমিতিতে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সমস্যা।
ঘ. সাধারণ জ্ঞান
i) বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বর্ণনা, মুক্তিযুদ্ধের ইতিহাস (১৯৪৭ থেকে ১৯৭১), কৃষি ও জলবায়ু, জনসংখ্যা, সংবিধান ও সরকারের অর্গানসমূহ, বাংলাদেশের অর্থনীতি। (নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান, ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতি বই থেকে এই টপিকগুলো দেখবেন)
ii) আন্তর্জাতিক বিষয়াবলী
- ১. কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানী ও মূদ্রা
- ২. কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা।
- ৩. প্রণালী
- ৪.বর্তমান বিশ্ব রাজনীতি
- ৫. চীন, ভারত ও যুক্তরাষ্ট্র
(সাম্প্রতিক অংশের জন্য পরীক্ষার আগের মাস বাদ দিয়ে এর আগের ৩-৪ মাসের কারেন্ট এফেয়ার্সের সাম্প্রতিক অংশের ২ পেজ পড়বেন)
iii) সাধারণ বিজ্ঞান
বেসিক প্রশ্ন করবে। তাই ৮ম ও ৯ম শ্রেণির সাধারণ বিজ্ঞানের বেসিক অংশ পড়বেন।
iv) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
এখানেও বেসিক প্রশ্ন করবে। যেমন, ইনপুট ও আউটপুট ডিভাইস, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, twitter, instagram. এছাড়াও রয়েছে google, youtube, messenger, what's app, e-mail, web browser and many others.
(smooth pc পড়তে পারেন)
* পুরোপুরি সিলেবাস শেষ করার পর অবশ্যই বিগত ১৫ বছরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন ভালোভাবে আয়ত্ব করে যাবেন। পাশাপাশি ১০ম থেকে ৪০ তম বিসিএসের (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) প্রশ্ন পড়বেন।
ধন্যবাদ।