আপনি কি চিন্তিত!!? যে কেউ আপনার কন্টেন্ট কপি করছে এবং সেটি অন্যান্য সাইটে পোস্ট করে ফায়দা লুটছে।
আপনি নিশ্চয় অন্যর ব্লগে আপনার নিজের কন্টেন্ট দেখে অবাক হয়েছেন। দুঃখের বিষয় এই যে তারা শুধুমাত্র আপনার কন্টেন্ট কপি করেই সার্চ ইঞ্জিনে শীর্ষে স্থান অধিকার করে নিচ্ছে।
আপনি কি আপনার আর্টিকেল কপি পেস্ট বন্ধ করার উপায় খুঁজছেন?
উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমাদের আজকের ব্লগে আপনাকে স্বাগত জানাই কারন আজ আমি আপনাদের এই আর্টিকেলে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগার কন্টেন্ট কে কপি হওয়া থেকে রক্ষা করবেন।
তো চল শুরু করি !
আপনার ব্লগার ব্লগে Copy Option ডিজেবল করতে নীচের সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন৷
প্রথমে ব্লগার অ্যাকাউন্টে লগইন করুন এবং ব্লগার ড্যাশবোর্ডে যান।
লেআউট সিলেক্ট করার পর ট্যাব খুলবে। সেখান থেকে "Add a Gadget"-এ ক্লিক করুন।
এখন আবার একটি নতুন উইন্ডো খুলবে। এখানে " HTML/Javascript সিলেক্ট করুন
এখন নিচের কোডটি কপি করে ফাকা বক্সে পেস্ট করুন।
<!- START disable copy paste --><script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script><script type='text/javascript'> if(typeof document.onselectstart!="undefined" ) {document.onselectstart=new Function ("return false" ); } else{document.onmousedown=new Function ("return false" );document.onmouseup=new Function ("return false"); } </script><!-- End disable copy paste -->
এখন সেভ অপশনে ক্লিক করে সেভ করুন। আপনার কাজ প্রায় শেষ! এখন আপনার কন্টেন্ট আর কেউ কপি করতে পারবে না।
শেষ কথা:
আজ আমরা আপনাদের ব্লগার কন্টেন্ট কপি হওয়া থেকে রক্ষা করার একটা সিম্পল ট্রিক শেয়ার করলাম। আপনার কন্টেন্টকে কপি হতে রক্ষা করার অ্যাডভান্স ট্রিকস নিয়ে খুব শীঘ্রই আমরা আরো একটি আর্টিকেল লিখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাইটটি নিয়োমিত ভিজিট করুন।
ধন্যবাদ।