কিভাবে ব্লগারে ফেসবুক পেজ উইজেট এড করবেন | How to Add Facebook Page Widget in Blogger Website

কিভাবে ব্লগারে ফেসবুক পেজ উইজেট এড করবেন | How to Add Facebook Page Widget in Blogger Website
যারা ব্লগ লিখেন এবং তাদের ব্লগের একটি ফেসবুক পেজ রয়েছে, তাদের জন্য ব্লগার ব্লগ বা ওয়েবসাইটে Facebook পেজ উইজেট এড করা একটি ভাল ধারণা হতে পারে, যাতে ভিজিটররা সহজেই আপনার পেজে লাইক দিতে, শেয়ার করতে এবং সহজেই পেজে পোস্ট করা বিষয়বস্তু দেখতে পারেন। Facebook যেকোনো ধরনের ওয়েবসাইটের সাথে সহজেই integrate করার জন্য বিভিন্ন Social প্লাগইন provide করে।

কিন্তু আপনি কি জানেন কিভাবে ব্লগারে ফেসবুক পেজ উইজেট এড করবেন? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ উইজেট এড করবেন।

তো চলুন শুরু করি.......

ব্লগারে ফেসবুক পেজ উইজেট এড করতে নিচের স্টেপগুলো ফলো করুন:

কিভাবে ব্লগারে ফেসবুক পেজ উইজেট এড করবেন | How to Add Facebook Page Widget in Blogger Website

ধাপ 1: প্রথমে আপনার ব্লগার ড্যাশবোর্ডে লগিন করুন।

ধাপ 2: তারপর লেআউট এ যান।

ধাপ 3: তারপর ফুটার সেকশনের উপরে Add Gadget এ ক্লিক করুন।

ধাপ 4: এখন HTML/JavaScript ক্লিক করে দুইটি ফাকা বক্স আসবে সেখানে টাইটেলে Facebook Page এবং Content এ নিচের দেওয়া কোডটি বসিয়ে দিন।

Copy This Code
<div id="fb-root"></div>
<script async defer crossorigin="anonymous" src="https://connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v10.0" nonce="tWa5Xhr6"></script>
<div class="fb-page" data-href="https://www.facebook.com/asmaulofficial/" data-tabs="" data-width="" data-height="" data-small-header="false" data-adapt-container-width="false" data-hide-cover="false" data-show-facepile="false"><blockquote cite="https://www.facebook.com/asmaulofficial/" class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/asmaulofficial/">Technical Asmaul</a></blockquote></div>

মার্ক করা লিংক গুলোতে আপনার ফেসবুক পেজের লিংক কপি করে বসিয়ে দিবেন।

ধাপ 5: Save বাটনে ক্লিক করে সেভ করে দিন।

এখন আপনার সাইটে ভিজিট করে দেখবেন আপনার সাইটে ফেসবুক পেজ উইজেট এড হয়ে গেছে।


আশাকরি আপনারা পোস্টটি বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। 

ধন্যবাদ।


আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আমরা সেখানে নিয়োমিত বিভিন্ন ধরনের পেইড রিসোর্স (যেমন: পেইড কোর্স, পেইড সফটওয়্যার, প্রিমিয়াম থিম, হ্যাকিং, ক্রাকিং ইত্যাদি) ফ্রীতে শেয়ার করে থাকি।

JOIN OUR TELEGRAM

Post a Comment

Previous Post Next Post

Contact Form