জন্ম নিবন্ধন অনলাইন এর মাধ্যমেই এখন আমরা খুব সহজেই ঘরে বসেই করতে পারব। দিন যাচ্ছে আমাদের দেশটাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিগত উন্নতি ছড়িয়ে পড়ছে চারিদিকে। ডিজিটাল হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। এরিই ধারাবাহিকতায় আপনি এখন ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমেই আপনার ছেলে মেয়ের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
এই সামান্য কাজের জন্য আপনাকে আর যেতে হবে ইউনিয়ন পরিষদে, ঘুরতে হবে না আর দিনের পর দিন। এখন আপনি নিজেই ইন্টারনেটের মাধ্যমে আপনার মোবাইল/ কম্পিউটার থেকে বা কোন কম্পিউটারের দোকান থেকে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
শুধু আবেদনিই নয়! আবেদনের পাশাপাশি আপনার জন্ম নিবন্ধনের তথ্য দেখা বা সংশোধন করা অথবা আপনার আবেদনের বর্তমান অবস্থাও জানতে পারবেন এখন আপনি নিজেই। এইসকল প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকেই এই আর্টিকেলে।
জন্ম নিবন্ধন অনলাইনে করার জন্য প্রয়োজনীয় কাগজ –
- চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা
- চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সনদপত্র বা
- বার্থ এডেন্ডের প্রত্যয়নপত্র বা
- ইপি আই কার্ড
- পিতা/ মাতা/ দাদা/ দাদির কর পরিশোধের রশিদ বা
- তাদের জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ দলিল/ খাজনার কাগজ
মোবাইলে কিভাবে জন্ম নিবন্ধনের জন্য অনলাইন আবেদন করবেন?
জন্ম নিবন্ধন অনলাইন এ আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন – Click Here
এখানে যাবার পর একটা অপশন দেখতে পাবেন- জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান। এর নিচে ৩ টি অপশন পাবেন –
- জন্মস্থান
- স্থায়ী ঠিকানা ও
- বর্তমান ঠিকানা
আপনার জন্ম নিবন্ধন কার্ডটি হয়ে যাবার পর যে অফিস থেকে তা সংগ্রহ করতে চান সেটি এখানে সিলেক্ট করবেন। এছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে – যদি আপনি বাংলাদেশ দূতাবাস থেকে আবেদন করতে চান।
এই অপশন টি হলো যদি আপনি বাইরের দেশে থেকে থাকেন এবং সেই দেশ থেকে আপনার জন্ম নিবন্ধনটি সংগ্রহ করতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি যে দেশে থাকেন সেটি সিলেক্ট করুন। তাহলেই আপনার প্রথম পৃষ্ঠার কাজ শেষ। এবার পরবর্তী লেখায় ক্লিক করুন।
পরবর্তী পেজে আসার পর নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন শিরোনাম সহ অনেক বড় একটা ফর্ম দেখতে পাবেন। সতর্কতার সাথে ফর্মে এই তথ্যগুলো দিয়ে পুরোন করুন।
- বাংলায় নামের প্রথম অংশ
- বাংলায় নামের শেষ অংশ
- ইংরেজিতে নামের প্রথম অংশ
- ইংরেজিতে নামের শেষ অংশ
- জন্ম তারিখ
- কততম সন্তান
- লিঙ্গ
- দেশ
- বিভাগ
- বাংলায় ডাকঘর
- ইংরেজিতে ডাকঘর
- বাংলায় গ্রাম/ মহল্লা
- ইংরেজিতে গ্রাম/ মহল্লা
- বাংলায় বাড়ি/ রাস্তা
- ইংরেজিতে বাড়ি/ রাস্তা
আরো ভালভাবে বুঝার জন্য নিচের ছবিটি লক্ষ করুন –
উপরের সবগুলো তথ্য সঠিকভাবে পুরোন করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।
পরবর্তী পেজে পিতা ও মাতার বাংলা এবং ইংরেজিতে নাম, জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জাতীয়তা দিয়ে পুনরায় পরবর্তী বাটনে ক্লিক করুন। বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি দেখুন।
উপরের সবগুলো তথ্য সঠিকভাবে পুরন করার পর আবারো পরবর্তী বাটনে ক্লিক করুন।
এইবার এই পেইজে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সাবমিট দিতে হবে। সাবমিট দেয়ার পর আপনাকে ডেট জানিয়ে দেয়া হবে কবে আপনাকে কার্ডটি সংগ্রহ করতে হবে। আর কি কি কাগজ সাবমিট দিতে হবে সেটা তো উপরে একবার বলা হয়েছেই।
এইবার এখানে সব গুলো কাগজ সিলেক্ট করে তারপর জমা দিন বাটনে ক্লিক করুন।
হয়ে গেল আপনার সন্তানের জন্য জন্ম নিবন্ধনের আবেদন ঘরে বসেই (জন্ম নিবন্ধন অনলাইন) ।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই?
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে চাইলে এই আর্টিকেলটি পড়তে পারেন।
নতুন জন্ম নিবন্ধন এর জন্য জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড করতে পারেন এখান থেকে।
কারোর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে ফেসবুকের মাধ্যমে নক করতে পারেন অথবা এখানে কমেন্ট করতে পারেন।
আমার ফেসবুক পেইজ- ASMAUL HOQUE NEIL