এসএসসি রেজাল্ট ২০২২ দেখুন খুব সহজে | SSC Result 2022 With MarkSheet

 

মার্কশিট সহ এসএসসি রেজাল্ট ২০২২

প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেন। যাদের মধ্যে অনেকেই আছে যারা পরিক্ষার রেজাল্ট বা ফলাফল দেখার নিয়ম জানেন না। তাই আজ আমি আপনাদের এসএসসি পরীক্ষা ২০২২ এর রেজাল্ট দেখার সমস্থ পদ্ধতি দেখাবো।

এখন সাধারণত তিনটি নিয়মে এসএসসি পরিক্ষার ফলাফল দেখা যায়।

  1. প্রি রেজিস্ট্রেশন এর মাধ্যমে। 
  2. এসএমএস (SMS) এর মাধ্যমে।
  3. অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে।


এখন আপনাদের এই তিনটি পদ্ধতির বিস্তারিত দেখাবো।


প্রি রেজিষ্ট্রেশন ২০২২ – SSC Result 2022 Pre-Registration

মূলত এসএসসির শিক্ষার্থীরা ঘরে বসে সবার প্রথমে ফলাফল পেতে চাইলে তাকে প্রথমে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। বাংলাদেশের শিক্ষাখাতে এক অনন্য উদ্যেগ হলো এই প্রি রেজিস্ট্রেশন পদ্ধতি। প্রি রেজিস্ট্রেশন এর মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি রেজিস্ট্রেশন করে রাখে তবে ফলাফল প্রকাশ পাওয়ার সাথে সাথে তাকে এস এম এস এর মাধ্যমে তার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে যেখানে শিক্ষা প্রিতষ্ঠান বন্ধ ছিল এবং সেই সাথে সারা দেশে লকডাউন চলছিল ঠিক তখনি ২০২০ সাল থেকে শুরু হয়েছে এই প্রি রেজিস্ট্রেশন পদ্ধতি।


এই বছর অর্থৎ ২০২২ সালেও এই ধারা অব্যাহত থাকবে। কিন্তু অনেকে ই জানেন না কিভাবে করতে হয় এই প্রি-রেজিস্ট্রেশন। আপনাদের সুবিধার্থে চলুন জেনে নিই কিভাবে করতে হয় প্রি-রেজিস্ট্রেশন :

প্রথমে আপনার মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে। 

ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SSC <Board Name><SSC Roll Number><Year> লিখে। (পাঠিয়ে দিবেন 16222 এই নম্বরে যেকোন মোবাইল অপারেটর থেকে। )

উদাহরণ : SSC RAJ 123456 2022

All the Education Board's Short Code:

  • Dhaka Board= DHA
  • Cumilla Board= CUM
  • Barisal Board= BAR
  • Sylhet Board= SYL
  • Chittagong Board= CHI
  • Jeshor Board= JES
  • Rajshahi Board= RAJ
  • Dinajpur Board= DIN
  • Madrasha Board=MAD
  • Technical Board= BTEB


এসএমএস (SMS) এর মাধ্যমে কিভাবে এসএসসি (SSC) রেজাল্ট দেখব?

এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২২
এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২২

আপনার মোবাইলটা যদি স্মার্টফোন না হয় বা আপনার ফোনে ইন্টারনেট না থাকে তাহলে আপনি এসএমএস এর মাধ্যমে এসএসসি (SSC) ২০২২ রেজাল্ট দেখতে পারবেন। এর জন্য আপনাকে নিচের স্টেপ গুলো ফলো করতে হবে।

আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন তারপর টাইপ করবেন

SSC <space> 1st 3 letters of Education Board Name <space> Your Roll Number <space> YEAR ( এবং পাঠিয়ে দিবেন 16222 এই নম্বরে যেকোন মোবাইল অপারেটর থেকে। )


উদাহরণ : SSC RAJ 123456 2022

All the Education Board's Short Code:

  • Dhaka Board= DHA
  • Cumilla Board= CUM
  • Barisal Board= BAR
  • Sylhet Board= SYL
  • Chittagong Board= CHI
  • Jeshor Board= JES
  • Rajshahi Board= RAJ
  • Dinajpur Board= DIN
  • Madrasha Board=MAD
  • Technical Board= BTEB


অনলাইন বা ইন্টারনেটের  মাধ্যমে কিভাবে এসএসসি (SSC) রেজাল্ট দেখব?

মার্কশিট সহ এসএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য উত্তম একটি উপায় হলো অনলাইন। অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে মার্কশিটসহ রেজাল্ট দেখতে পাারবেন। কিভাবে আপনি মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখতে পাারবেন তার একটি তালিকা নিচে তুলে ধরার চেষ্টা করছি। 

SSC result 2022 with MarkSheet


1. প্রথমে SSC Result 2022 লিংকে ক্লিক করে ওয়েবসাইটিতে প্রবেশ করুন।

2. তারপর Examination এ SSC সিলেক্ট করুন।

3. আপনার পরিক্ষার Year ‘2022’ দিন।

4. আপনার শিক্ষাবোর্ড সিলেক্ট করুন।

5. আপনার রোল নাম্বার টি দিন।

6. রেজিস্ট্রেশন নাম্বার টি দিন 

7. ক্যাপচা যোগ টি পূরন করুন।

এরপর Submit অপশনে ক্লিক করুন।

দেখবেন মার্কশিট সহ আপনার কাঙ্খিত রেজাল্ট আপনার সামনে চলে এসেছে।


Note:

https://eboardresults.com/v2/home এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা Individual Result, Institution Result, Centre Result, Board Result, District Result, Board Analysis, Institution Analysis  ইত্যাদি দেখতে পারবেন।


আশা করছি আমাদের দেখানো নিয়ম গুলোর মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসে পরিক্ষার রেজাল্ট দেখতে পেরেছেন। সবার জন্য শুভকামনা রইল। আজ এখানেই শেষ করছি। 

ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form