আসসালামু অলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা আপনাদের একটি ব্লগার টুল স্ক্রিপ্ট শেয়ার করব।
আপনারা অনেক সময় ইউটিউব থাম্বনেইল ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইটে যান। কিন্তু আপনি চাইলে আপনার নিজের ওয়েবসাইটেই এই টুলটি অ্যাড করে নিতে পারেন। আজ আমরা আপনাদের সাথে ইউটিউব থাম্বনেইল ডাউনলোডার স্ক্রিপ্ট শেয়ার করব। যার মাধ্যমে আপনারা আপনাদের নিজের ওয়েবসাইটের মাধ্যমে যে কোন ইউটিউব ভিডিওর থাম্বনেইল ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে আর অন্য কোন ওয়েবসাইটে যাওয়া লাগবে না। সাথে সাথে এটি পাবলিশ করে দিয়ে আপনার ভিজিটরদের ও এই টুলটি ব্যবহার করার সুযোগ করে দিতে পারেন।
তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে Youtube Video Thumbnail Downloader স্ক্রিপটি শেয়ার করি এবং কিভাবে সেটি আপনার ওয়েবসাইটে সেট করবেন সেটারও বিস্তারিত বলি।
নিচের দেওয়া স্টেপগুলো মনোযোগ দিয়ে ফলো করুন আপনার ব্লগরে ইউটিউব থাম্বনেইল ডাউনলোডার স্ক্রিপটি অ্যাড করার জন্য।
১. প্রথমে আপনি আপনার ব্লগার একাউন্টটি লগইন করে নিন।
২. এরপর বাঁ পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে পেজ অপশন এ ক্লিক করুন।
৩. এরপর (Plus) + এ ক্লিক করুন।
৫. টাইটেলে YouTube Thumbnail Downloader লিখে দিন।
৪. নিউ পেজে কম্পোজ ভিউ থেকে এইচটিএমএল ভিউ করুন।
এবার ডাউনলোড করা কোডটি কপি করে নিন।
৬. এরপর সেটা পেজে পেস্ট করে দিন। এরপর সেভ করে করে সেটি পাবলিশ করে দিন। দেখবেন আপনার ইউটিউব থাম্বনেইল ডাউনলোডার টুলটি তৈরি হয়ে গেছে।
এখন আপনি এটি আপনার সাইটের মেনু বারে অ্যাড করে দিতে পারেন যার ফলে আপনার ওয়েবসাইটে কেউ ঢুকলে টুলটি সহজেই দেখতে ও ব্যবহার করতে পারবে।
আজকের পোস্টটা কেমন লাগলো সবাই জানাবেন। এরকম ব্লগার স্ক্রিপ্ট যদি আরো পেতে চান তবে কমেন্টে জানান। কি ধরনের স্ক্রিপ্ট পেতে চান তাও জানাবেন। আমি আপনাদের ব্লগার এর জন্য আরো নানা ধরনের টুল স্ক্রিপ্ট শেয়ার করব।
তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
ধন্যবাদ।