ফেসবুক ডিজেবল আইডি ফিরে পাওয়ার উপায় – বন্ধুরা সারা বিশ্বের সবচেয়ে নাম করা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হলো ফেসবুক। বর্তমানে ফেসবুক ব্যবহার ব্যবহার করেন না এমন মানুষ নেই বললে চলে। (my personal facebook account was disabled)
বাংলাদেশ, ভারত, পাকিস্তান এর মতো বৃহত্তর দেশ গুলোতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফেসবুক উইজার। এর সাথে সাথে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ফেক একাউন্টের সংখ্যা।
আর এই ফেক একাউন্টের কারণে প্রতিদিন হাজার হাজার ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। এখন আপনার ফেসবুক আইডি যদি ডিজেবল হলে থাকে তাহালে চিন্তা করবেন কারণ, আজকের আর্টিকেলের মাধ্যমে বলবো ফেসবুক ডিজেবল আইডি ফিরে পাওয়ার উপায়।
সত্যি কথা বলতে ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেলে ফিরে পাওয়া অনেক কষ্টকর ব্যাপার। আপনার facebook account যদি কোনো সন্দেহজনক কোনো কিছু দেখে তাহালে সেই account disabled করে দেয়।
এজন্য অনেকের ফেক একাউন্ট না হওয়ার সত্ত্বেও অরজিনাল একাউন্ট এই সমস্যার কারণে আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। তারা এই আইডি রিকভার করতে অনেক সমস্যার মুখে পড়ছেন।
কি কারণে ফেসবুক আইডি ডিজেবল হয়ে থাকে
আমি প্রথমে বলেছি বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হলো ফেসবুক। তারা মাঝে মাঝে বিভিন্ন কারণে আমাদের ফেসবুক আইডি গুলো ডিজেবল করে দেয়।
এই কারণ গুলোর মধ্যে অন্যতম কিছু কারণ হলো ফেক একাউন্ট তৈরি করা, হট ক্রাইম প্রমোট, ফেসবুক প্রাইভেসি লংঘন করা (community standards), অন্য কেউ আপনার একাউন্টে রিপোর্ট দিলে, পর্নোগ্রাফি কনটেন্ট পোষ্ট করা সহ আরো বিভিন্ন কারণে ফেসবুক আইডি ডিজেবল করে দেয়।
আমাদের আইডি গুলো ডিজেবল হয়ে গেলে আমরা মনি করি মনে করি সারা জীবনের জন্য আইডি ডিজেবল হয়ে গেছে, কিন্ত বিষয়টা তেমন না।
অনেক সময় দেখা যায় কোনো সুরক্ষার কারণে সাময়িক সময়ের জন্য (temporary) ফেসবুক আইডি ডিজেবল করে দেয়। এখানে আপনার নিজের পরিচয় (identify) প্রমান করলে ফেসবুক ডিজেবল আইডি ফিরে পাবেন।
তাহালে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে facebook disabled id ফিরে পাওয়া যাবে।
ফেসবুক ডিজেবল আইডি ফিরে পাওয়ার উপায় | ডিজেবল আইডি ব্যাক
আপনার ফেসবুক আইডি যদি কোনো রিপোর্ট বা সিকিউরিটি এর কারণে ডিজেবল হয়ে থাকে তাহালে তাহালে লগইন করার সাথে সাথে Your Account Has Been Disabled এই লেখাটি দেখতে পাবেন।
এখানে আপনার ডিজেবল হওয়া ফেসবুক একাউন্ট ভেরিফাই করতে হবে ইমেইল এড্রেস, মোবাইল নম্বর, ফুল নাম এবং জাতীয় পরিচয়পত্র (nid) কার্ড দিয়ে।
এর জন্য আপনাকে একটি ফর্ম পূর্ণ করে আবেদন করতে হবে। ফর্মটি পেতে এই লিংকে ক্লিক করলে নিচের ছবির মতো একটি আবেদন ফর্ম দেখতে পাবেন।
- সেখানে প্রথম বক্সে Login email address or mobile phone number দিবেন। (মানে আপনার ফেসবুকে যে ইমেইল আইডি বা ফোন নম্বর দিয়ে খুলছেন)।
- দ্বিতীয় বক্সে Your full name দিতে হবে (ফেসবুকের ফুল নাম দিবেন)।
- তৃতীয় বক্সে Your id card দিতে হবে (এখানে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যেকোনো একটি দিতে পারেন)।
- এবার নিচে থাকা send বাটুনে ক্লিক করুন।
আপনার facebook account disabled হয়ে যাওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন।
আজকে আমরা কি জানলাম
তাহালে বন্ধুরা আজকে আমরা জানলাম ডিজেবল আইডি ফিরে পাওয়ার উপায় কি সেই সম্পর্কে। আশাকরি আমার লেখা ফেসবুক ডিজেবল আইডি ঠিক করার উপায় আর্টিকেলটি আপনারা সহজে বুঝতে পারছেন।