বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট সমূহের তালিকা

 


আসসালামু-অলাইকুম, বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় ওয়েবসাইটের শেষ নেই,ওয়ার্ডপ্রেস ও ব্লগস্পট এর কারণে ব্লগিং খুবি সহজ হয়ে গিয়েছে আর এর হার বেড়েই চলছে। বাংলাদেশ ও কিন্তু তার বাহিরে নয়।অনেকেই বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট বা ব্লগের তালিকা চেয়েছেনমূলত তাদের জন্য এই পোস্ট টি। 


সব বাংলা ব্লগ একসাথে তালিকাভুক্ত কর সম্ভব নয়, আমি চেস্টা করেছি জনপ্রিয় সব সাইট গুলো এখানে তুলে ধরতে তারপরেও যদি কোন সাইট বাদ পড়ে যায় তবে কমেন্টে সাইটের লিংক সহ বিস্তারিত,রিভিও করে মানসম্মত হলে এই তালিকায় যুক্ত করা হবে।


ব্লগ কি? 

উইকিপিডিয়ার ভাষায় ব্লগ হলো ব্যাক্তি কেন্দ্রিক দিনলিপি বা পত্রিকা, এটি ওয়েবব্লগ ভাষার সংক্ষিপ্তরুপ। যেই ব্যাক্তি ব্লগ লিখেন তাকে ব্লগার বলা হয়।


সোজাভাবে বলতে গেলে ব্লগ হলো একধরনের ডায়েরি, মানুষ প্রতিদিন যেমন ডায়েরিতে লিখে রাখে তেমন ব্লগেও প্রতিদিন নতুন নতুন কনটেন্ট যোগ করা হয়।


বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী নিয়ে লেখা হয়ে থাকে। ব্লগ হলো লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পৃষ্ঠা, এ বিষয়ের অন্যান্য ওয়েব সাইটের লিংক ইত্যাদির সমাহার। ব্লগের অন্যতম একটি দিক হচ্ছে পাঠকদের মন্তব্য করার সুযোগ দেয়া। যাতে তারা তাদের মনের ভাব কমেন্টে প্রকাশ করতে পারে।

কিছু কিছু ব্লগ আবার বিভিন্ন প্রকার শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিও (পডকাস্টিং) ইত্যাদির উপর গড়ে উঠে। 

ব্লগে এডসেন্স এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার একটি মাধ্যম তৈরী হয়েছে, যার কারনে ব্লগ তৈরীর উপর আগ্রহ বেড়েই চলছে।



ব্লগিং প্লাটফর্ম কি?

যে সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি ব্লগ তৈরি করা যায়, এগুলোকে ব্লগিং প্ল্যাটফর্ম বলা হয়। বর্তমানে কিছু জনপ্রিয় ব্লগিং প্লাটফর্মের মধ্যে গুগলের ব্লগার, ওয়ার্ডপ্রেস অন্যতম।



ব্লগের প্রকারভেদঃ

বিভিন্ন ধরণের ব্লগ রয়েছে, শুধুমাত্র বিষয়বস্তুর ধরণেই নয়, বিষয়বস্তু বিতরণ বা লেখার পদ্ধতির উপর ভিত্তি করেও ব্লগের প্রকারভেদ করা হয়।


ব্যক্তিগত ব্লগ

ব্যক্তিগত ব্লগ হল একটি অনলাইন ডায়েরি বা মতামত যা একটি দলের পরিবর্তে কেবল একজন ব্যক্তি লিখে থাকেন।


সাধারণ ব্লগ

  1. সামহোয়্যার ইন ব্লগ
  2. হৈচৈ বাংলা
  3. Priyota 
  4. নামের অর্থ 
  5. অনলাইন ইনকাম বিডি 
  6. সমকাল ব্লগ
  7. নতুন ব্লগ
  8. ঝিনাইগতি আইটি
  9. Name Bangla 
  10. Digital Tuch 
  11. GovtService 
  12. বাংলা ভাইব
  13. বাংলা হাব 
  14. প্রতিবর্তন 
  15. রোর বাংলা
  16. প্যাভিলিয়ন 
  17. বাংলাদেশ গেমার



প্রযুক্তি বিষয়ক ব্লগ

  1. Techtunes 
  2. টেক শহর 
  3. BanglaTech 
  4. Tunes71
  5. Trickbd 
  6. TrickBlogBD
  7. ব্লগার বাংলাদেশ
  8. আইটেক বাজ 
  9. It Nirman  
  10. প্লানেট বাংলা 
  11. ঘাট আইটি 
  12. TechJano   
  13. Banglatech24 
  14. পিসি বিল্ডার বিডি
  15. নেট কথা
  16. AnytechTune
  17. প্রযুক্তি গিক 
  18. Fbhelpbd
  19.  WiREBD
  20. টেকমাস্টার ব্লগ
  21. টেক বার্তা বিডি
  22. এনশামিম
  23. মাইবিডি ব্লগ
  24. হ্যালো কম্পিউটার
  25. Technical Asmaul


শিক্ষামূলক ব্লগ সমূহ

  1. টেন মিনিট স্কুল  
  2. পড়ার টেবিল থেকে 
  3. শিক্ষক বাতায়ন 
  4. কিশোর বাতায়ন 
  5. এডু আইকন 
  6. দ্যা ডেইলি ক্যাম্পাস
  7. লেখাপড়াবিডি 
  8. Uttoron
  9. শিক্ষক


টেলি কমিউনিকেশন বিষয়ক বাংলা ব্লগ

  1. গ্রামীণফোন 
  2. রবি 
  3. বাংলালিংক 
  4. এয়ারটেল 
  5. স্কিটো 
  6. টেলিটক
  7. টেলি কথন বিডি 



ব্যাংকিং বিষয়ক বাংলা ব্লগ

  1. Banking Helper  
  2. Banks BD
  3. Banking News BD



স্বাস্থ্য এবং রূপচর্চা বিষয়ক বাংলা ব্লগ  

  1. মায়া 
  2. মাই টনিক 
  3. ই- হাসপাতাল
  4. ফেইরিল্যান্ড প্যারেন্টস 
  5. মাতৃত্ব 
  6. সুপারমম বাংলাদেশ 
  7. ই - বাংলা হেলথ
  8. সাজগোজ 
  9. কেয়ার 
  10. আরোগ্য
  11. ফেমিনা
  12. নীরপাতা



প্রশ্নোত্তর সাইট 

  1. quora
  2. bissoy
  3. askproshno
  4. beshto
  5. Enolez
  6. nirbik
  7. ansbangla


বাংলা ফোরাম

  1.  প্রজন্ম ফোরাম


সাহিত্য এবং গল্প কবিতা বিষয়ক বাংলা ব্লগ

  1. বাংলা কবিতা  
  2. বাংলার কবিতা 
  3. বানী 
  4. গল্প কবিতা  
  5. কবিতা ককটেল  
  6. কবিতা অঞ্চল 
  7. গল্প কবিতার কুটির 


ইসলামিক বাংলা ব্লগ

  1. বাংলা হাদিস 
  2. মাসিক আলকাউসার হাদিস
  3. হাদিস
  4. ইসলামী প্রশ্নোত্তর 
  5. ইমাম বাতায়ন 
  6. আহলে হক্ক
  7. ইসলামিক আলো 


বাংলা কোর্স করার (+ব্লগ) সাইট

  1. আইটিবাড়ী 
  2. বহুব্রীহি 
  3. ক্রিয়েটিভ ইনস্টিটিউট
  4. ক্রিয়েটিভ ইনস্টিটিউট 
  5. লার্নিং বাংলাদেশ 
  6. রেপটো 
  7. মুক্তপাঠ 
  8. ঘুড়ি লার্নিং
  9. ইশিখন 
  10. Ordinary it
  11. ওয়েবকোডার আইটি
  12.  Programming Hero


 

বাংলা ফ্রিল্যান্সিং সাইট সমূহ

  1. স্বাধীনকাজ
  2. বিল্যান্সার
  3. ডিল্যান্সার  
  4. কাজ কি


কৃষি তথ্য ও সেবা বিষয়ক ব্লগ

  1. কৃষি তথ্য সার্ভিস 
  2. কৃষি বার্তা 
  3. কৃষি 


বাংলা পিডিএফ ডাওনলোড সাইট 

  1. আমার বুক 
  2. পিডিএফ বাংলা বুক ডাউনলোড 
  3. গ্রন্থ নেটওয়ার্ক 
  4. বাংলা বুক 
  5. ইসলামি বই 

বাংলা জনপ্রিয় পত্রিকার তালিকা

  1. প্রথম আলো 
  2. বাংলাদেশ প্রতিদিন 
  3. কালের কণ্ঠ 
  4. যুগান্তর 
  5. ইত্তেফাক 
  6. আমাদের সময় 
  7. জনকণ্ঠ 
  8. সমকাল সংবাদ
  9. ভোরের কাগজ 
  10. আমাদের নতুন সময় 
  11. মানবকণ্ঠ 
  12. প্রতিদিনের সংবাদ 
  13. ইনকিলাব
  14. বাংলাদেশের খবর 
  15. আমার সংবাদ 
  16. আমাদের অর্থনীতি 
  17. মানবজমিন 
  18. ভোরের ডাক 
  19. আমার বার্তা 
  20. ভোরের পাতা 
  21. নবচেতনা 
  22. ঢাকা প্রতিদিন 
  23. খোলা কাগজ
  24. গণকণ্ঠ 
  25. জনবাণী 
  26. হাজারিকা প্রতিদিন 
  27. স্বাধীন বাংলা 
  28. ভোরের দর্পণ 
  29. সময়ের আলো
  30. যায়যায়দিন

1 Comments

  1. নতুন নতুন টেকনোলজি ব্লগ পেতে আমাদের সাথেই থাকুন
    banglatech24

    ReplyDelete
Previous Post Next Post

Contact Form