কিভাবে আপনার ব্লগার সাইটে লাভ ইফেক্ট যুক্ত করবেন। How to add hearts Effect on your Blogger website

 


আসসালামু অলাইকুম ভিউয়ারস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। টাইটেল দেখে হয়তোবা অনেকে অনুমান করতে পেরেছেন আজ কোন বিষয় নিয়ে পোস্ট করছি। 

অনেকে তার ব্লগার ওয়েবসাইটটি স্টাইলিশ ও আকর্ষণীয় করে দেখাবার জন্য বিভিন্ন রকমের ইফেক্ট যুক্ত করে থাকেন। এর মধ্যে একটি চমৎকার ইফেক্ট হলো হার্ট ইফেক্ট। 

আপনি আপনার ব্লগার সাইটে যেখানেই ক্লিক করবেন হার্ট ইফেক্ট দেখাবে।

আজ আমরা ব্লগারের ওয়েবসাইটে হার্ট ইফেক্ট সেট করার জন্য কি কি করতে হবে তার স্টেপ বাই স্টেপ দেখবো।

তো চলুন শুরু করি ইনস্টলেশন পদ্ধতি।

Adding Colorful hearts Effects on Blogger


Note: ডেমো দেখতে এই পেজের যেকোন জায়গায় ক্লিক করুন 


1. প্রথমে ব্লগার ড্যাশবোর্ডে লগিন করুন

2. টপিকস সেকশনে ক্লিক করুন

3. Theme অপশনে ক্লিক করুন

4. Edit HTML এ ক্লিক করুন।

5. </Body> ট্যাগটি খুজে বের করুন।


Copy This Code
   <script type='text/javascript'>
//<![CDATA[
!function(e,t,a){function n(){c(".heart{width: 10px;height: 10px;position: fixed;background: #f00;transform: rotate(45deg);-webkit-transform: rotate(45deg);-moz-transform: rotate(45deg);}.heart:after,.heart:before{content: '';width: inherit;height: inherit;background: inherit;border-radius: 50%;-webkit-border-radius: 50%;-moz-border-radius: 50%;position: fixed;}.heart:after{top: -5px;}.heart:before{left: -5px;}"),o(),r()}function r(){for(var e=0;e<d.length;e++)d[e].alpha<=0?(t.body.removeChild(d[e].el),d.splice(e,1)):(d[e].y--,d[e].scale+=.004,d[e].alpha-=.013,d[e].el.style.cssText="left:"+d[e].x+"px;top:"+d[e].y+"px;opacity:"+d[e].alpha+";transform:scale("+d[e].scale+","+d[e].scale+") rotate(45deg);background:"+d[e].color+";z-index:99999");requestAnimationFrame(r)}function o(){var t="function"==typeof e.onclick&&e.onclick;e.onclick=function(e){t&&t(),i(e)}}function i(e){var a=t.createElement("div");a.className="heart",d.push({el:a,x:e.clientX-5,y:e.clientY-5,scale:1,alpha:1,color:s()}),t.body.appendChild(a)}function c(e){var a=t.createElement("style");a.type="text/css";try{a.appendChild(t.createTextNode(e))}catch(t){a.styleSheet.cssText=e}t.getElementsByTagName("head")[0].appendChild(a)}function s(){return"rgb("+~~(255*Math.random())+","+~~(255*Math.random())+","+~~(255*Math.random())+")"}var d=[];e.requestAnimationFrame=function(){return e.requestAnimationFrame||e.webkitRequestAnimationFrame||e.mozRequestAnimationFrame||e.oRequestAnimationFrame||e.msRequestAnimationFrame||function(e){setTimeout(e,1e3/60)}}(),n()}(window,document);
//]]>
</script> 

6. তারপর কোডটা </Body> সেকশনের পূর্বে পেস্ট করে দিন।

7. এবার Save অপশনে ক্লিক করে সেভ করে দিন।

ব্যাস হয়ে গেলো আপনার ব্লগার সাইটে একটি সুন্দর লাভ ইফেক্ট।


আশাকরি পোস্ট টা ফলো করে আপনার সাইটে সুন্দর একটা লাভ ইফেক্ট যুক্ত করতে পেরেছেন। ব্লগার সাইট নিয়ে আমি আরো পোস্ট করব ইনশাআল্লাহ। তো আজ এখানেই শেষ করছি। আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। ততোক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। 

আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।


Post a Comment

Previous Post Next Post

Contact Form