To Do লিস্ট এবার সংরক্ষণ করে রাখুন টেলিগ্রামে – Skeddy বট এর ব্যাবহার এবং পরিচিতি।


আমরা অনেকেই আমাদের কার্যক্রম মনে রাখার জন্য To-Do লিস্ট অ্যাপ ব্যবহার করে থাকি বা কোন ধরনের রিমাইন্ডার অ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু যদি কোনো কারণে আপনি আপনার ফোন হারিয়ে ফেলেন, বা কাঙ্খিত রিমাইন্ডার অ্যাপটি হারিয়ে ফেলেন তাহলে আপনার সেই রিমাইন্ডার টি আজীবনের জন্য মুছে যাবে। হাতে যদি মনে না করতে পারেন তাহলে সেটি আর ফিরে পাবার কোন সম্ভাবনা নেই। তবে টেলিগ্রাম এই বোটটি ব্যবহার করলে হারিয়ে যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না।

কেননা আপনার ফোন হারিয়ে গেলেও আপনি অন্য ফোনে আপনার টেলিগ্রাম লগইন করে বট সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারেন। এছাড়াও এই টেলিগ্রাম চ্যানেল টি আপনার রিমাইন্ডার সময়মতো সেভ করে রাখবে এবং সঠিক সময় সেটা আপনাকে জানিয়ে দেবে।

বটের নাম : Skeddy
ইউজার নাম : @skeddybot
ওয়েবসাইট : Skeddy.me

কিছু সাধারণ বৈশিষ্ট্য :

১. রিমাইন্ডার সেট করা যাবে এবং ওয়েবসাইটের মাধ্যমে সেটা অ্যাকসেস নেওয়া যাবে।

২. রিমাইন্ডার সেট করার পর সেটা এডিট করা যাবে। সেটাতে সময় সেট করা যাবে।

৩. রিমাইন্ডার এর নির্দিষ্ট সময় হওয়ার পর অটোমেটিক মেসেজ দিয়ে রিমাইন্ডার জানিয়ে দেওয়া হবে। সেটাকে স্থগিত করা যাবে বা পরে আবার রিমাইন্ডার দেওয়ার জন্য সময় সেট করা যাবে।

৪. ওয়েব পাসওয়ার্ড সেট করা যাবে।

ব্যাবহার করার আগের যা করতে হবে :

শুধু মাত্র সেটিং থেকে টাইম জোন বাংলাদেশ সেট করে দিলেই হবে। এছাড়া আর কিছু পরিবর্তনের দরকার নেই।



Post a Comment

Previous Post Next Post

Contact Form