ফেসবুকে আমরা সকলেই কোনো না কোনো গ্রুপে অ্যাড থাকি। ফেসবুকে সর্বোচ্চ ৫ হাজার গ্রুপে অ্যাড থাকা যায়। আমাদের এমন অনেক ফ্রেন্ড আছে যারা বিনা কারণে বিভিন্ন ফেসবুক গ্রুপে আমাদের অ্যাড করে, ইনভাইট করে থাকে। যার ফলে আউল ফাউল ও নানা আজেবাজে পোষ্ট দিয়ে আমাদের নিউজফিড ভরে থাকে। তখন আমরা সেইসব গ্রুপ গুলো থেকে লিভ নেওয়া শুরু করি।
বাট এভাবে একটা একটা করে ফেসবুক গ্রুপ থেকে লিভ নেওয়াটা অনেক সময় সাপেক্ষ এবং পাশাপাশি এই পুরো জিনিসটাই বিরক্তিকর। কেননা একটা একটা করে যদি ২০ টা গ্রুপ থেকেও লিভ নিতে যায় তাতেই আমাদের মাথা পুরা নষ্ট হয়ে যায়। সো আজকে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে সকল গ্রুপ থেকে লিভ নিবেন অথবা যে যে গ্রুপ থেকে লিভ নিতে চান সেই গ্রুপ গুলো সিলেক্ট করে তারপর এক ক্লিকে লিভ নিবেন।
যাদের এই ট্রিকটি জানা আছে তারা ইগনোর করেন আর যারা জানেন না তারা চাইলে কন্টিনিউ করতে পারেন।তারপর কর্নারে ক্লিক করবেন। তারপর Extension অপশনে ক্লিক করবেন। তারপর Toolkit For FB সিলেক্ট করবেন। তারপর নিচের মতো Leave all groups লেখা থাকবে সেটা খুজে বের করে Start Tool অপশনে ক্লিক করবেন।
তারপর নিচের মতো আসবে। আপনি চাইলে বেছে বেছে সিলেক্ট করতে পারেন অথবা সিলেক্ট অল করে এক ক্লিকে সব গ্রুপ থেকে Leave নিতে পারেন। এটা আপনার ইচ্ছা।
তারপর নিচের দিকে নামবেন এবং Start বাটনে ক্লিক করবেন।
তারপর কমপ্লিট হয়ে গেলে এরকম লেখা আসবে
বর্তমানে ক্রোম ওয়েবস্টোর থেকে Toolkit For FB এক্সটেনশনটি রিমুব করে দিয়া হয়েছে। সেজন্য আপনারা এই পোষ্টটি দেখে এই Toolkit For FB এক্সটেনশনটি ইনস্টল করে নিন।
তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। হয়তো অনেকেরই এটা জানা ছিলো বা আছে। কিন্তু পাশাপাশি অনেকেরই এটা অজানা ছিলো। ঠিক সেজন্য তাদের উদ্দেশ্য করেই আমার এই পোষ্টটি ছিলো। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।