পবিত্র রমযান মাসে অল্প সময়ে কিছু আমল করুন, অল্প সময়ে যেসব আমল করা যায়,জেনে নিন।

 



আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,অল্প সময়ে যেসব আমল করা যায়। চলছে পবিত্র মাহে রমযান মাস। এই মাসে আমদের বেশি বেশি আমল করা উচিৎ। রোযার এই পবিত্র মাসে,শুয়ে বসে থাকার চেয়ে অল্প সময়ে এমন অনেক আমল আছ,যে আমল গুলো করলে অনেক নেকী। আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু আমল শেয়ার করব,যে আমলগুলো অল্প সময়ে করতে পারবেন ও অনেক নেকী অর্জন করতে পারবেন।অফিস বা যেকোন কর্মস্থলে অল্প সময়ে আমলগুলো করে নেকী অর্জন করতে পারবেন। ইচ্ছা করলেই খুব সহজে অল্প সময়ে আমল করা যাবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, অল্প সময়ে যে আমলগুলো করা যায়ঃ



১) কাউকে ইসলামের ভাল উপদেশ দেয়া যায়।খুব অল্প সময়ে ইসলামের আলোচনা করে ও ইসলাম সম্পর্কে ভাল উপদেশ দেয়া যায়।

২) পথের ক্ষতিকর কোনো বস্তু থাকলে তা তুলে ফেলে দেয়া যায়। অনেক সময় রাস্তায় অনেক ক্ষতিকর পদার্থ পড়ে থাকে,যেটাতে অনেকের ক্ষতি হয়,সেটা তুলে ফেলে দিলেও নেকী অর্জন করা যায়।

৩) মন্দ কাজ থেকে নিষেধ করা যায়। কোনো ব্যাক্তি যদি মন্দ কাজ করে,তাকে নিষেধ করে ও নেকী অর্জন করা যায়।

৪) সালাম দিয়ে নেকি অর্জন করা যায়। পথে ঘাটে চলতে ও অফিসে বসে ও সালাম দিয়ে খুব অল্প সময়ে নেকী অর্জন করা যায়।

৫) টেলিফোনে যোগাযোগ করা সময় আত্নীয়র সম্পর্ক রক্ষর আমল ও করা যায়। টেলিফোনে যোগাযোগ এর সময় সালাম দেয়া ও আত্নীয় এর সম্পর্ক রক্ষা করে ও নেকী অর্জন করা যায়।

৬) মহানবী (সাঃ) এর উপর ৫০ বার দরুদ পাঠ করে ও নেকী অর্জন করা যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম শুধু এটি পড়লেও চলবে। অবসর সময়ে এই দরুদ পড়েও নেকী অর্জন করা যায়।৭) খুব দ্রুত গতিতে মনে মনে সুরা ফাতিহা তিন বার পড়ে ও নেকী অর্জন করা যায়।

৮) সুবহানাল্লাহিল আজিম, এটি ৫০ বার পড়া যায় খুব অল্প সময়ে। এটি পড়লে আমলের পাল্লা ভাড়ী হবে। অল্প সময়ে এই আমল করে নেকী অর্জন করা যায়।

৯) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি ১০০ বার পড়ে নেকী অর্জন করতে পারেন।কোনো ব্যাক্তি দিনে ১০০ বার এটি পড়লে তার গুনাহ মাফ হয়ে যায়, যদি এটি সমুদ্রের ফেনার মতো হয়।

১০) পবিত্র কুরআন পাঠ করে ও নেকী অর্জন করা যায় খুব অল্প সময়ে। অবসর সময়ে কুরআন পড়ে নেকী অর্জন করা যায়।

১১) সুরা ইখলাস পড়ে ২০ বার পড়া যায় খুব অল্প সময়ে। একবার এই সুরা পড়লে কুরআনের এক -তৃতীয় অংশের সমান সওয়াব পাওয়া যায়।



এই আমল গুলো খুব অল্প সময়ে করা যায়। এবং অনেক নেকী অর্জন করা যায় খুব অল্প সময়ে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form