আমাদের দেশে নামাজ নিয়ে কিছু ভুল ধারনা।






আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা বিষয়,  যে বিষয়ে আমাদের মুসলিমদের মধ্যে সমাজে প্রচলিত ভুল বিদ্যমান এবং এটি না জানার ফলে অনেক অসুবিধায় পড়তে হয় তবে ইনশাল্লাহ আজকে আমার এই লেখা পড়ার পরে সে অসুবিধা থেকে অনেকেই মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ.



★ ১. দেহ নড়লেই নামাজ নষ্ট:

এটি অন্যতম একটি ভুল ধারণা সঠিক কথা হল অকারণ নড়াচড়া নামাজের খুশু, খুজু নষ্ট করে, এর মানে এই নয় যে প্রয়োজন বোধেও নড়া যাবেনা।  কখনো সেজদার জায়গা থেকে পাথর সরানোর দরকার হতে পারে, আর পুতে থাকা পাথর সরানোর উপায় কি? অথবা গর্ত? নির্দিধায় সরে বামে বা ডানে, সামনে বা পিছনে কিছুটা সরে যেতে পারেন, তবে বার বার নয়। কাঠ মার্কা পাথর হয়ে স্টিল ভাব নিতে গেলেও তো নামাজে আপনার সমস্যা হবে। আপনি পেছনের কাতারে একা আসা কেঊ আপনাকে টেনে নিলে যেতে পারেন, কোলে নিতে পারেন বাচ্চাকেও, আবার দরজা লাগিয়ে নামাজ পড়ছেন, কেঊ ডাকলে  খুলে দিতে পারেন দরজাটিও। নামাজ ভংগের কোন কাজ না করলে কোন সমস্যা নাই। সাহু সেজদা প্রযোজ্য না। 

 ★ ২. কথা বললেই নামাজ নষ্ট:

এটিও অন্যতম একটি ভুল ধারণা, আসল কথা হল নামাজ পড়ার সময় নামাজ এর বাইরে কোন কথা বললে নামাজ ভংগ হবে, কিন্তু আপনার আম্মা যদি আপনাকে ডাকেন, আর আপনি নামাজে আছেন কিন্তু আপনার আম্মা রা জানেন না, তবে ডাকে সংক্ষেপে সাড়া দিতে পারেন। নামাজ পড়ে আসছি বলতে পারেন। ছোট বাচ্চাকে সংক্ষেপে বলতে পারেন "বসে থাকো", তবে বার বার নয়।

 ★ ৩. আশ পাশে তাকালেই নামাজ শেষ:

এটিও একটি ভুল ধারণা ,সঠিক হল হাদীস শরীফে নামাজে আশ পাশে তাকানো নিষেধ করা হয়েছে। কিন্তু সবক্ষেত্রে নয়।  আশ পাশ থেকে কোন সাপ, বিচ্ছু ইত্যাদি যেতে দেখলে তা মেরে আবার নামাজে দাঁড়াতে পারেন। নয়তো তা অন্য কারো ক্ষতি করতে পারে যে তা দেখেনি। তাছাড়া মোবাইল বেজে উঠলে এক হাত দিয়ে বের করে কেটে দেওয়াতে কোন ক্ষতি নেই। বরং না বের করলে  ফোন বাজতেই থাকলে অন্য সবার মনোযোগ নষ্ট হবে। যাতে বার বার না হয় তাই প্রথমবার ই ফোন বন্ধ করে দিন কোন সমস্যা নেই। সাহু সেজদা দিতে হবেনা।  

 

আবার যদি ১ বা ২ বা ৩ রাকাতের আগেই দুই দিকে সালাম ফিরিয়ে ফেলেন, নামাজ ভাঙার কোন কাজ না হয়ে থাকলে নামাজ প্রথম থেকে পড়তে হবেনা, দাঁড়িয়ে বাকিটা পড়ে নিন। এমনকি মসজিদ থেকে বাড়িতে এলেও প্রথম থেকে নয়, বাকী থাকা টা পড়লে হবে। এই দুই সময় সাহু সেজদা দিতে হবে।

 ★ ৪. একটু ত্রুটি হলেই সাহু সেজদা দিতে হবে:

এটিও ভুল ধারণা, আসল হল নামাজে ওয়াজিব কাজ বাদ পড়লে  বা অতিরিক্ত হইলে অথবা ভুলের সন্দেহ হইলে সাহু সেজদা দিতে হয়, নামাজ ফিরে প্রথম থেকে পড়া লাগেনা।  তাই বলে এই ভুল যদি এমন সময় করেন যখন আপনি কোন ইমামের পেছনে নামাজ রত অবস্থায় আছেন। তাহলে সাহু সেজদা দিতে হবেনা।  আর একা থাকা অবস্থায় রুকুর যায়গায় সেজদার তাসবিহ, সেজদার যায়গার রুকুর তাসবিহ পড়লেও সাহু সেজদা দিতে হবেনা।  কারণ উভয় জায়গায় যে কোনটি পড়া যায়, আমাদের দেশে প্রচলিত তাসবীহ ছাড়া যে কোন দোয়া পড়া যায়।  যেমন "আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফাআফুআন্নি"।  যা সাধারণত আমরা রমজানে ইফতারের সময় পড়ি।

 ★ ৫. নামাজের পদ্ধতি একটাই:

এটি অন্যতম একটি ভুল ধারণা, সঠিক হল অনেকে সড়ক পথে বা নৌ পথে যাতায়াত ও ভ্রমনের কালে নামাজ আদায় করেন না,  হয়তোবা জানেন না যে নামাজ সব জায়গাতে পড়া যায়।  হয়তো এটাই জানেন যে নামাজ  শুধু ওযু ছাড়া হয়না (অথচ পানি না পেলে তায়াম্মুমে নামাজ হতে পারে),  তারা জানেন শুধু পশ্চিম দিকেই ফিরে, দাঁড়িয়ে,  রুকু সিজদাতেই নামাজ হতে পারে।  অথচ বাস,  সিএনজি,  জিপে থেকেও নামাজ পড়া যায়, আরোও নামাজ পড়া যায় পানির ভেতর কাজে থাকা অবস্থায় এমনকি যদি বুক বা গলা পর্যন্ত ডুবে থাকে তবু। আর মাটি পবিত্র, তা গায়ে মাটি লেগে থাকলেও পড়া যায়।। আমি বা আপনি যে আল্লাহর প্রতি প্রকৃতপক্ষেই অনুগত,  তার প্রমান এসবের মাধ্যমেই দিতে পারি,  আর এতে আছে অন্য ধরণের শান্তি। সুখে থাকলে, পরিবেশ পেলে নামাজ পড়বো আর একটু এদিক ওদিক গেলে পড়বোনা।  তাহলে হলো? আল্লাহ রহমান রহিম,  নামাজের সময় আমার ও আপনার চেষ্টা তিনি কবুল করতেই পারেন। নামাজ খাটের উপর হবে, নামাজ মনে মনে,  ইশারায় কিভাবে পড়তে হয় তা পরে প্রশ্ন করে জেনে নিতে পারবেন।তবে উড়ন্ত বিমান, চলমান হেলিকপ্টারে নামাজ হবেনা।  কারণ সেজদা মাটির সাথে যুক্ত থাকা শর্ত। 


 

 

আজ আর নয়। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন।  আমিন। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form