আপনার ব্লগ সাইটের সমস্ত ডাটা ব্যাকআপ করুন | Backup Your all Blogger Blog Data

 

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আজ ব্লগার সম্পর্কে আরো একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম।

ব্লগিং করতে টাইম, পরিশ্রম, এবং অনেক সৃজনশীল হতে হয়। আপনি নিশ্চয়ই চান যে আপনার এই সৃজনশীলতার সৃষ্টি গুলো কখনো হারিয়ে যাক। তাই আপনার ব্লগিং এর সবকিছু ব্যাকআপ রাখাই আপনার জন্য উত্তম।

আমাদের অনেকেরই এখন ব্লগারে ওয়েবসাইট রয়েছে কিন্তু অনেকেই আমরা জানি না কিভাবে ব্লগারের সব কিছু (যেমন- কন্টেন্ট, থিম, ছবি, ভিডিও) ব্যাকআপ নিয়ে রাখতে হয়। তো আজকে আমরা ব্লগারের সমস্ত কিছু কিভাবে ব্যাকআপ নিতে হয় সেটারই স্টেপ বাই স্টেপ দেখব।


Blogger আপনার ব্লগের কন্টেন্ট গুলো ব্যাকআপ করার জন্য অনেকগুলো পদ্ধতি দিয়ে থাকে। যেযন:

  • আপনার ব্লগার অ্যাকাউন্ট থেকে একটি পৃথক ব্লগের পোস্ট, পেজ এবং কমেন্ট এক্সপোর্ট করা।
  • আপনার ব্লগার অ্যাকাউন্ট থেকে একটি পৃথক ব্লগের থিম এক্সপোর্ট করা।
  • আপনার ব্লগার অ্যাকাউন্ট থেকে একটি পৃথক ব্লগের ভিডিও এক্সপোর্ট করা৷
  • অ্যালবাম আর্কাইভ থেকে একটি পৃথক ব্লগের ছবি এক্সপোর্ট করা।
  • Google Takeout ব্যবহার করে আপনার ব্লগার অ্যাকাউন্টের সমস্ত ডেটা এক্সপোর্ট করা।


আমি যেটা রিকমেন্ড করি তা হল: 

  • Google Takeout ব্যবহার করে আপনার সমস্ত ব্লগার ডেটা Export করুন।
  • এছাড়াও আপনার ব্লগের প্রতিটি সেটিংস থেকে পোস্টের একটি ব্যাকআপ ডাউনলোড করুন৷


আপনার ব্লগার অ্যাকাউন্ট থেকে আপনার কন্টেন্ট Export করা এবং Google Takeout ব্যবহার করে কন্টেন্ট Export করার মধ্যে একটি প্রধান পার্থক্য হল ফাইলগুলি ভিন্ন ভিন্ন ফরম্যাটে সেভ হয়। 


একটি ব্লগের পোস্ট, পেজ এবং কমেন্ট গুলো ব্লগের সেটিংস থেকে XML ফাইল হিসাবে Export করা হয় যা একটি ভিন্ন ব্লগার ব্লগ বা WordPress ব্লগে Import করা যেতে পারে ৷

কিন্তু Google Takeout ব্লগার পোস্টগুলিকে একটি অ্যাটম ফিড হিসাবে Export করে যা অন্য ব্লগে Import করা যায় না৷ 


যদিও Google Takeout ব্যাকআপ আপনার ব্লগার অ্যাকাউন্টের সাইটের সমস্ত কনটেন্ট সেভ করে ছবি সহ, তাই আপনার যদি একাধিক ব্লগ থাকে তবে এটি একটি খুব কার্যকর পদ্ধতি হতে পারে৷ আমি উভয় Export পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিই।


ব্লগার সেটিংস থেকে আপনার ব্লগ পোস্ট, পেজ এবং কমেন্ট ডাউনলোড করার পদ্ধতি:

আপনি ব্লগের সেটিংস থেকে আপনার ব্লগের একটি কপি ডাউনলোড করতে পারেন৷ 

এটি একটি XML ফাইলে সেভ হবে যার মধ্যে রয়েছে: 

  • পোস্ট
  • পেজ
  • কমেন্ট

এবং এটি একটি নতুন ব্লগার ব্লগ বা একটি ওয়ার্ডপ্রেস ব্লগে ইমপোর্ট করতে পারবেন।

এই ব্যাকআপে ছবি বা আপনার থিম অন্তর্ভুক্ত থাকবে না।



ব্লগার সাইট থেকে Content ব্যাকআপ নেওয়ার পদ্ধতি: 

1. ব্লগারে সাইন ইন করুন এবং (যদি আপনার একাধিক ব্লগ থাকে) আপনি যে ব্লগটির কন্টেন্ট ডাউনলোড করতে চান  সেটিতে স্যুইচ করুন।


2. বাম মেনু থেকে Settings এ ক্লিক করুন৷


3. Settings পেজটি স্ক্রোল করে নিচে দেখুন Manage Blog সেখান থেকে।


4. Back up content এ ক্লিক করুন।


5. তারপর Download এ ক্লিক করুন।

দেখবেন আপনার ব্লগার কনটেন্ট ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে।


আপনার ব্লগের থিমের একটি কপি Export করুন৷

আপনার ব্লগার থিমের যে কোনো পরিবর্তন করার আগে আপনার থিমের একটি কপি ডাউনলোড করে রাখার পরামর্শ দিই। যাতে আপনার থিমের কোন পরিবর্তন এর ফলে যদি আপনার সাইটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আবার সেই ব্যাকআপ করা থিমটি আপলোড করে সাইটটি পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারন।

মনে রাখবেন, কিছু গ্যাজেট ব্যাকআপ নাও হতে পারে, তাই সেগুলোকে আপনি আলাদাভাবে ব্যাকআপ নিয়ে নিতে পারেন।


1. ব্লগারে সাইন ইন করুন এবং (যদি আপনার একাধিক ব্লগ থাকে) আপনি যে ব্লগটির থিম ডাউনলোড করতে চান সেটিতে স্যুইচ করুন।


2. বাম মেনু থেকে Themes এ ক্লিক করুন।


3. কাস্টমাইজ বোতামের পার্শে বা নিচের অ্যারোটিতে ক্লিক করুন।


4. ব্যাকআপ অপশন সিলেক্ট করুন৷

5. Download এ ক্লিক করুন।

থিমটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে শুরু হয়ে যাবে।


আপলোড করা ভিডিও ডাউনলোড করার পদ্ধতি:

আপনি যদি সরাসরি আপনার ব্লগার ব্লগে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনি সেগুলি আপনার ব্লগার সেটিংস থেকে ডাউনলোড করতে পারবেন৷ এটি YouTube-এ আপলোড করা এবং ব্লগে এমবেড করা ভিডিওগুলিকে অন্তর্ভুক্ত করবে না৷


1. ব্লগারে সাইন ইন করুন এবং (যদি আপনার একাধিক ব্লগ থাকে) আপনি যে ব্লগটির ভিডিও ডাউনলোড করতে চান তাতে স্যুইচ করুন।

2. বাম মেনু থেকে Settings এ ক্লিক করুন৷

3. Settings পেজটি স্ক্রোল করে নিচে দেখুন Manage Blog সেখান থেকে 

4. Videos from your blog অপশন এ ক্লিক করুন।


অথবা আপনার ব্লগ থেকে সমস্ত ভিডিও ম্যানেজ করতে www.blogger.com/video-management.g পেজটি ওপেন করুন৷


5. আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার নিচে ডাউনলোড অপশনে ক্লিক করুন।


অ্যালবাম আর্কাইভ থেকে ছবি ডাউনলোড করার পদ্ধতি:

আপনি আপনার Google অ্যাকাউন্টের Album Archive থেকে আপনার ব্লগের সমস্ত ছবি ডাউনলোড করতে পারবেন৷ 


1. আপনি ব্লগারে সাইন ইন করতে যে Google অ্যাকাউন্টটি ব্যবহার করেন সেই একই Google অ্যাকাউন্ট দিয়ে অ্যালবাম আর্কাইভে ( get.google.com/albumarchive ) সাইন ইন করুন৷

2. Photos from Blogger এ ক্লিক করুন।

3. ব্লগ টাইটেলে ক্লিক করুন।


4. উপরের ডানদিকে 3 ডট মেনু আইকনে ক্লিক করুন।

5. Download album সিলেক্ট করুন৷


দেখবেন ছবির অ্যালবামটি একটি .zip ফাইল হিসাবে ডাউনলোড হচ্ছে।

এই ফাইলটি খুব বড় হতে পারে, তাই এটি ডাউনলোড করার সময় আপনার ব্রাউজারটি বন্ধ করবেন না‌।


এবার চলুন দেখে নিই কিভাবে Google Takeout থেকে আপনার সমস্ত ব্লগার ব্লগ, ছবি ও ডেটা ডাউনলোড করবেন।

Google Takeout আপনাকে একটি একক স্টোরেজে আপনার সমস্ত ব্লগ এবং ছবি ডাউনলোড করার সুযোগ দেয়৷ 

মনে রাখবেন যে Export করা পোস্ট এবং মন্তব্যগুলি একটি নতুন ব্লগার ব্লগে Import করা যাবে না৷  


যে সকল কন্টেন্ট এটির অন্তর্ভুক্ত: 

  • অ্যাটম সিন্ডিকেশন ফর্ম্যাটে পোস্ট, পেজ এবং কমেন্ট সহ ব্লগ ফিড।
  • ফটোগুলি তাদের অরিজিনাল ফরমেটে।
  • শিরোনাম এবং বিবরণ সহ অ্যালবামের মেটাডেটা।
  • ফটো মেটাডেটা।
  • ব্লগে আপলোড করা সকল  ভিডিও।
  • অনুসরণকারী।
  • সেটিংস।
  • প্রোফাইল।
  • Reading লিস্ট।
  • থিম।

Google Takeout এ কীভাবে একটি সংরক্ষণাগার তৈরি করবেন: 


1. আপনি YouTube-এ সাইন ইন করতে যে ইমেল ব্যবহার করেন সেই একই ইমেল দিয়ে takeout.google.com- এ সাইন ইন করুন৷

নোট: একবারে স্টেপ 3 তে যাওয়ার জন্য takeout.google.com/settings/takeout/custom/blogger ওপেন করুন।


2. Deselect all এ ক্লিক করুন, তারপর নিচে স্ক্রোল করুন এবং Blogger সিলেক্টল করুন।

নোট: কী কী ডেটা অন্তর্ভুক্ত করা হবে তার বিশদ বিবরণ দেখতে Multiple Formats বাটনে ক্লিক করুন।


3. Next Step এ ক্লিক করুন।


4. একটি Delivery method পছন্দ করুন৷ (যেখানে আপনার ডাটাটা স্টোর করে রাখা হবে)


অপশন গুলো হল: 

  • একটি ডাউনলোড লিঙ্ক পান।
  • Google ড্রাইভে সেভ করুন (একই অ্যাকাউন্টে)
  • ড্রপবক্সে যোগ করুন
  • OneDrive-এ যোগ করুন

এগুলির মধ্যে যেকোন টা কাজ করবে, তবে আমি দীর্ঘমেয়াদী স্টোরেজের জন্য Google ড্রাইভ ব্যবহার করার সুপারিশ করব না, কারণ আপনি যদি আপনার Google অ্যাকাউন্টে অ্যাক্সেস হারান তবে আপনি আর আপনার ব্যাকআপ অ্যাক্সেস করতে পারবেন না।


5. Frequency সিলেক্ট করুন।

6. ফাইলের type নির্বাচন করুন (.zip ডিফল্ট) এবং সর্বোচ্চ ফাইলের আকার (2GB ডিফল্ট)

6. Create Export এ ক্লিক করুন ।


ফাইলটি প্রস্তুত হলে Google আপনাকে একটি ইমেল পাঠাবে৷ ফাইলটিতে কতগুলো বিষয়বস্তু রয়েছে তার উপর নির্ভর করে এটি পেতে কয়েক ঘন্টা বা কয়েক দিনও লাগতে পারে। 


আপনি takeout.google.com/takeout/downloads থেকে আপনার archives গুলো পরিচালনা এবং ডাউনলোড করতে পারবেন।

Archives ডাউনলোড করতে ডাউনলোড বোতামে ক্লিক করুন । এটিতে একাধিক archives ফাইল থাকতে পারে, তাই সেগুলি ডাউনলোড করতে ভুলবেন না। 



আশা করি আজকের পোস্টটা আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। আজকে এ পর্যন্ততই। পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং একটি কমেন্ট করে যাবেন ।
ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form