কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার সেরা ফ্রি সাইট

 

আপনার যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহালে কম্পিউটারের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার এর প্রয়োজন হবে। তাই আজকের আর্টিকেলে আমি এমন সেরা ১২ টি ওয়েবসাইট কথা বলবো যেখান থেকে আপনি ফ্রিতে কম্পিউটার সফটওয়্যার গুুলো ডাউনলোড করে নিতে পারবেন। 

তো চলুন শুরু করা যাক,

আপনি হয়তো গুগলে সার্চ করলে Windows Computer বা Windows Laptop এর জন্য অনেক ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন। 

কিন্ত, আপনি হয়তো জানেন না এই সফটওয়্যার গুলো ডাউনলোড করলে অনেক ধরনের ভাইরাস কম্পিউটারে চলে আসতে পারে। তাই সব ফ্রি সাইট গুলো থেকে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করা সেফ (safe) না।

তাই আপনাকে এমন সব সাইট থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করতে হবে যেগুলো ভরসাযোগ্য এবং যেগুলো থেকে বেশির ভাগ লোকেরাই নিজেদের কম্পিউটারের জন্য সফটওয়্যার ডাউনলোড করে থাকেন।

তাছাড়াও এই সব সাইট গুলো থেকে ভাইরাস আসার কোনো সম্ভবনা থাকে না। তাই আজ আমি আপনাদের এমন ১২ টি ডাউনলোড সাইটের নাম বলবো যেগুলো ট্রাস্টেড (trusted) এবং অনেক ভরসা যোগ্য।


(১) Filehippo.com – ফ্রি সফটওয়্যার ডাউনলোড


আপনারা হয়তো অনেকেই filehippo.com এই ওয়েবসাইট এর ব্যাপারে জানেন না। এই সাইটটি অনেক ভালো ফ্রি ডাউনলোডিং ওয়েবসাইট।


এখানে আপনি নিজের কম্পিউটার এর জন্য সব ধরনের সফটওয়্যার গুলো পেয়ে যাবেন। আপনার যে উইন্ডোজ সফটওয়্যার ভালো লাগবে সেটা এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। 


Filehippo তে আপনি কেবল উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন সেটা কিন্ত নয়। এখান থেকে ম্যাক (mac) কম্পিউটারের জন্যও সব ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। 


তাছাড়া, এই সাইটে বিভিন্ন ক্যাটাগরি (Category) পাবেন এবং সেই ক্যাটাগরি থেকে নিজের পছন্দমত software খুঁজে বের করে ডাউনলোড করে নিতে পারবেন।


Filehippo সাইটের জনপ্রিয় কিছু ক্যাটাগরি হল Photo/Video, System Software, Antivirus, Internet/Online Software, Multimedia, Security, Editing, CD/DVD ইত্যাদি।


উপরে দেওয়া ক্যাটাগরি গুলো থেকে কম্পিউটারের জন্য সব ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন। আর মনে রাখবেন এই সাইট সেফ তাই ভাইরাসের সম্ভবনা নেই।


(২) Softpedia.com



এই ওয়েবসাইট থেকে আপনারা উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ ১০ এর জন্য হাজার হাজার “কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড” করতে পারবেন ফ্রিতে।


এর বাইরে লিনাক্স, এন্ডয়েড এবং ম্যাক্স সিস্টেমের জন্যও সফটওয়্যার পেয়ে যাবেন। আপনার কম্পিউটার এর জন্য যদি গেম ডাউনলোড করতে চান, তাহালে এখানে অনেক PC Games পেয়ে যাবেন।


এই ওয়েবসাইট পুরোপুরি ভরসাযোগ্য। তাই কোনো ধরনের ভাইরাসের চিন্তা না করে নিজের ইচ্ছা মত PC Software Download করে নিতে পারবেন।


(৩) SnapFiles.com


এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে ১৯৯৭ সালে। এখানে আপনারা সব থেকে বেশি কম্পিউটার সফটওয়্যার কালেকশন পাবেন। যে গুলো কেবল ৩ ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবেন।


আমি নিজেও এই ওয়েবসাইট থেকে আমার ল্যাপটপের জন্য সফটওয়্যার ডাউনলোড করেছি। এটা অবশ্যই ভালো একটি সাইট যদি আপনি ফ্রি ফটওয়্যার খুঁজেন।


এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে সফটওয়্যার গুলো পেয়ে যাবেন। যেমন Top 100 Download, Latest Download, Shareware সহ আরো অনেক।


(৪) FileHorse.com


FileHorse একটি অনেক জনপ্রিয় উইন্ডোজ সফটওয়্যার সাইট। কারণ এখানে আপনি নিত্য নতুন এবং আপডেট সফটওয়্যার গুলো পাবেন। 


আপনি যদি Latest Downloads এবং Most Popular Downloads এই ক্যাটাগরিতে যান তাহালে আরো ভালো সফটওয়্যার পেয়ে যাবেন। 


এই ওয়েবসাইটের সফটওয়্যার গুলো ভাইরাস মুক্ত এবং মাত্র দুই ক্লিকে আপনারা এখান থেকে ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।


(৫) FileCluster.com


কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার জন্য একটি নতুন সাইট হল FileCluster সাইটটা খোলা হয় ২০০৬ সালে এবং এটা সম্পর্ন ভাইরাস মুক্ত। 


এখানে আপনারা Freeware এবং Shareware পাবেন এবং লেটেস্ট এবং আপডেট সফটওয়্যার গুলোর লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে পছন্দমত সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিতে পারবেন।


(৬) Download.com


Download.com এই সাইটে আপনারা কেবল উইন্ডোজ সফটওয়্যার নয়, এখানে IOS এবং Android software ফ্রিতে পেয়ে যাবেন। 


ইন্টারনেটে সফটওয়্যার ডাউনলোড করার জন্য অন্য যে সাইট গুলো রয়েছে সেগুলোর মধ্যে সেরা বলতে পারেন এই ওয়েবসাইট কে। এই সাইটটি প্রায় ১৫ থেকে ১৬ বছরের পুরোনো। 


এই ওয়েবসাইট নাম করা তাই ভাইরাসের কোনো সম্ভাবনা নেই বললে চলে। এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করতে চান, তাহালে সার্চ করুন এবং মাত্র দুই ক্লিকে Software Download করে নিন।


এখানে প্রায় ১,০০,০০০ এর বেশি ফ্রি freeware এবং shareware সফটওয়্যার পেয়ে যাবেন। ফটো এডিটিং, এন্টিভাইরাস, ভিডিও এডিটিং সফটওয়্যার সহ সব ধরনের উইন্ডোজ সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারবেন।


(৭) FreeWareFiless.com


এই ওয়েবসাইটের নাম শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন বিভিন্ন পিসি সফটওয়্যার এবং অনেক নতুন নতুন ফ্রি সফটওয়ার ফাইল গুলো কম্পিউটারের জন্য ডাউনলোড করতে পারবেন। 


অন্যান্য ওয়েবসাইট গুলোর মতো এখানে আপনারা অনেক ধরনের ক্যাটাগরি পাবেন। যেগুলো থেকে হাজার হাজার Computer Software Download করে নিতে পারবেন। 


FreeWareFiless সাইটের একটি ভালো দিক হল সফটওয়্যার ক্যাটাগরি বেছে নিয়ে মনের মতো ফাইল ডাউনলোড করতে পারবেন। এখানে ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করা অনেক সহজ, কেবল দুই ক্লিকে ডাউনলোড করতে পারবেন।


(৮) Softonic.com


এই সাইটের যাত্রা শুরু করেছিলো ১৯৯৭ সালে Tomas Diago এর হাত ধরে। এখানে ১,০৫,০০০ এর বেশি freeware, shareware এবং ট্রায়াল ভার্সনের সফটওয়্যার পাবেন।


এখান থেকে প্রত্যেকটি সফটওয়্যার এর ইংরেজি রিভিউ দেখে ভালো মন্দ বিচার করে ডাউনলোড করতে পারবেন। Softonic সব সময় ইউজারদের জন্য লেটেস্ট ভার্সনের সফটওয়্যার গুলো অফার করে।


এই ওয়েবসাইটে Windows, Windows Phone, Linux, iOS, Max, Android ইত্যাদি সফটওয়্যার গুলো পেয়ে যাবেন।


(৯) Software.Informer.com


সফটওয়্যার ইনফরমার হল নতুন একটি সাইট। যেখান থেকে আপনারা একরকম গাইড পাবেন, যা আপনার প্রয়োজনীয় সফটওয়্যার সস্পর্কে Information দিবে।


এখান থেকে আপনারা প্রচুর সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কিন্ত এর সীমাবদ্ধ আছে। এটা অন্য সাইট গুলো মতো এত বড় সাইট না হলেও এই সাইটের সফটওয়্যার গুলো Top Quality, কারণ নিয়মিত আপডেট দেয়।


এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করা সেফ, কারণ প্রত্যেকটি ফাইল তারা স্ক্যান করে তারপর ডাউনলোড করার জন্য Allow করে।


(১০) Soft32.com


এই ওয়েবসাইটটি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার জন্য অনেক বড় একটি সাইট। এই সাইটের ইন্টারফেস গুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে।


Soft32 ওয়েবসাইট প্রায় ৯০,০০০ এর বেশি সফটওয়্যার প্রোগ্রাম পেয়ে যাবেন। এর একটি ভালো দিক হল Windows os সম্পর্কে কোনো সমস্যা হলে এদের সাথে কথা বলতে পারবেন। 


খুব সহজে এই ওয়েবসাইট থেকে Computer Software গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যেগুলো ভাইরাস সম্পর্ন মুক্ত।


(১১) Sourceforge.com


আপনি যদি সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে একদম নতুন বা অনাভিজ্ঞ হয়ে থাকেন তাহালে Sourceforge আপনাকে বিভিন্ন টুলস দ্বারা হেল্প করবে।


এদের সাইটে Information গুলোর অনেক সুন্দর ভাবে সাজানো রয়েছে। যার ফলে সহজে প্রয়োজনী সফটওয়্যার গুলো সহজে খুঁজে বের করতে পারবেন। 


এখানে প্রত্যেকটি সফটওয়্যার ডাউনলোড করার আগে সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত পড়ে জেনে নিতে পারবেন। যদি সফটওয়্যার সম্পর্কে কেনো সমস্যা থাকে তাহালে users community এর কাছে সমস্যা সম্পর্কে ডিসকাস করতে পারবেন।


(১২) Getintopc.com বা Igetintopc.com


ওয়েবসাইটটি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার জন্য অনেক বড় একটি সাইট। এমন কোন সফটওয়্যার নেই যে এখানে পাওয়া যায় না।

সাইটটি অনেক নির্ভরযোগ্য একটা সাইট।

ব্যক্তিগত ভাবে আমি নিজে অনেক সফটওয়্যার এই সাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করি।



বন্ধুরা কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমি যে ওয়েবসাইট গুলোর ব্যাপারে বলেছি সেগুলো সত্যিই অনেক কাজের।


এই সাইট গুলোতে আপনারা সফটওয়্যার খুঁজার জন্য সার্চ করতে পারেন, আবার ক্যাটাগরিতে গিয়ে সফটওয়্যার গুলো খুঁজে নিতে পারেন। 


উপরের সাইট গুলো বাদে এমন কোনো ভালো সাইট সম্পর্কে যদি আপনার জানা থাকে, তাহালে নিচে কমেন্টে জানাবেন। আশাকরি আমার লেখাটি আপনাদের কাছে ভালো লেগেছে।




Post a Comment

Previous Post Next Post

Contact Form