আজকে দেখাবো যে কিভাবে যেকোনো মোবাইল ফোনের আইপি পরিবর্তন করে লোকেশন পরিবর্তন করবেন..!
অনেক সময় দেখা যায় যে পুলিশ কিংবা অন্য কোনো হ্যাকার আপনার আইপি দিয়ে লোকেশন ট্র্যাক কিংবা মোবাইল ফোন হ্যাক করতে চাচ্ছে। সেক্ষেত্রে আমাদের মোবাইলের আইপি পরিবর্তনের প্রয়োজন হয়। আমারা অনেকেই জানিনা যে কিভাবে আইপি পরিবর্তন করা যায়। নিচে ছবির মাধ্যমে চিন্তিত করে বুজানো হলোঃ-👇
১ ম এ আপনাকে প্লেস্টোরে গিয়ে একটি আপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্লেস্টোরে (Ip Changer) এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন অথবা Click Here এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড শেষ হয়ে গেলে এবার আপনার আপ্লিকেশনটি ওপেন করুন। অবশ্যই মোবাইল ডাটা অন থাকতে হবে। এখন উপরে দিকে দেখবেন যে Current Ip: (আপনার আইপি লেখা)
এটা আপনার আইপি কিনা চেক করার জন্য আপনার মোবাইল ফোনের সেটিংসে চলে যান,তারপর About phone অপশনে চান। এখন একটু নিচে উপরে স্ক্রল করলেই দেখতে পারবেন IP address নামের অপশন। এটাতে ক্লিক করলেই আপনার বর্তমান আইপি দেখতে পারবেন। এখন মোবাইলের আইপির সাথে আপ্লিকেশনে থাকা আইপি মিলিয়ে নিন।
এখন আবার আপ্লিকেশনে ডুকুন।আপ্লিকেশনে ডুকার পর নিচে দেখতে পারবেন Change IP Address ... এটাতে ক্লিক করলে আপনার মোবাইলো ফাইড মুড করতে বলবে। অর্থ্যাৎ Airplane Mode....! ফাইড মুড অন করে অফ করবেন এবং আপ্লিকেশনে ডুকে দেখবেন আপনার আইপি পাল্টে গেছে। তারপর মোবাইলের মূল সেটিংস গিয়ে চেক করবেন আইপি চেন্জ হয়েছে কিনা।