আমরা কম বেশি সবাই টিশার্ট পরিধান করি। কিন্তু এই টিশার্ট আসলে কি আমরা হয়তো অনেকেই জানিনা। চলুন জেনে নেওয়া যাক টিশার্ট কি? টিশার্ট হলো ইংরেজী শব্দ, মূলত টিশার্ট হলো একধরণের শার্ট যা পরিধান করলে দেহের ওপরের অংশে কাঁধের বেশির ভাগ অংশ ঢেকে রাখে।
টিশার্টকে অনেকটা ইংরেজী 'টি' (T) অক্ষরের ন্যায় দেখতে। সেজন্য এই পোশাককে টিশার্ট নাম দেওয়া হয়েছে। এই ধরনের পোশাকে/টিশার্ট-এ অনেক রকমের ডিজাইন দেখা যায়। যেমন বিভিন্ন দৃশ্য, মানুষের ছবি, গাড়ীর ছবি ইত্যাদি। কিন্তু কিছু কিছু টিশার্টে কোনো কিছু থাকেনা। মানে একেবারে সাদাসিধে। এছাড়া আজকাল টিশার্ট বিজ্ঞাপনের ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা রাখছে।
টি শার্ট ডিজাইন করে ইনকাম করার উপায়?
অনলাইন থেকে আয় করার একটি সহজ ও ভালো মাধ্যম হলো টি শার্ট ডিজাইন করা এবং ডিজাইন গুলো বিক্রি করে আয় করা।
আপনি যদি টি শার্ট ডিজাইন করে বিক্রি করে আয় করতে চান।তাহলে টি শার্ট ডিজাইন করে ভালোমানের একটি ইনকাম করতে পারবেন যদি আপনি ডিজাইন করার এই টুলস গুলো ব্যবহার করতে পারেন।
আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে খুব সহজেই এই কাজটি করতে পারবেন।
এর জন্য আপনাকে খুব বেশি এক্সপার্ট হতে হবে না। নিজের মাথার ভিতর কিছু ক্রিয়েটিভিটি থাকলেই আপনি এই কাজটি করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ভালোভাবে শিখে নিতে হবে।
অনেক মারকেটপ্লেস রয়েছে যেখানে আপনি এই টি-শার্ট ডিজাইন গুলো বিক্রি করে দিতে পারেন।
তার মধ্যে জনপ্রিয় সাইটে হচ্ছে teespring ,march by Amazon.
এই সাইট গুলোতে আপনি আপনার তৈরি ডিজাইন করা টি-শার্টটি সাজিয়ে রাখতে পারেন। এখান থেকে যে কেউ আপনার টি-শার্টটি কিনে নিতে পারে।
এই সাইট গুলো যেভাবে কাজ করে:
এই সাইট গুলো আপনারা যারা টি শার্ট ডিজাইনার তাদের ডিজাইনকৃত শার্ট অথবা যে কোন একটি
প্রোডাক্ট রাখার জন্য একটি স্টোর দিয়ে থাকে । সেই ডিজাইনকৃত প্রোডাক্টটি বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন বায়ার সেগুলো দেখে থাকে। আর তার মধ্যে যদি কারো পছন্দ হয় তাহলে সে যদি আপনার ডিজাইন করা টি শার্ট অর্ডার করে তাহলে তারা সেই শার্টই তৈরি করে তাঁদেরকে পাঠিয়ে দিয়ে থাকে এবং সে বিক্রি করা শার্টটি যে দামে বিক্রি হবে তার থেকে কিছু পার্সেন্ট এ মারকেটপ্লেস কেটে নিবে আর বাকি পার্সেন্ট আপনাদের কে দিয়ে দিবে এটাই হচ্ছে এই মার্কেটপ্লেসগুলোর প্রক্রিয়া।
আপনি যদি এ সমস্ত মার্কেট সর্ম্পকে জানেন তবে আপনি অনেক টাকা আয় করতে পারবেন এখান থেকে।
এছাড়াও আপনি আরো ভালো ভাবে আয় করতে পারবেন যদি আপনার নিজস্ব একটি ওয়েবসাইট থাকে।
আপনি আপনার তৈরিকৃত টি শার্ট গুলো আপনার সাইটে দিয়ে সাজিয়ে রাখতে পারেন এবং তা বিক্রি করতে পারেন।
সেগুলো পিএইচডি অথবা যে কোন ফাইল হোক না কেন আপনি বিক্রি করতে পারবেন।
একজন টি শার্ট ডিজাইনার হতে হলে আপনাকে গ্রাফিক্স ডিজাইন সর্ম্পকে ভাল ধারণা রাখতে হবে।সেই সাথে ধারণাথাকতে হবে কিছু টুলসের ব্যবহার সর্ম্পকে এর মাধ্যমে আপনি খুব সহজে টি শার্ট ডিজাইন করতে পারবেন।
কিভাবে টি-শার্ট ডিজাইন শিখবেন?
Very helpfull
ReplyDeleteHelp full tipsbanglablog
ReplyDelete